আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শ্রীলংকায় বন্যা-ভূমিধসে নিহত ৩১

আমার দেশ অনলাইন

শ্রীলংকায় বন্যা-ভূমিধসে নিহত ৩১
ছবি: আল আরাবিয়া

শ্রীলংকায় প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৩১ জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো ১৪ জন। বৃহস্পতিবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) এক বিবৃতিতে জানিয়েছে একথা জানিয়েছে। বেশিরভাগই মারা গেছেন চা উৎপাদনকারী জেলা বাদুল্লায়। সেখানে রাতের বেলা পাহাড়ের ঢাল ভেঙে চাপা পড়েন ১৬ জন। পাশের নুওয়ারা এলিয়া জেলায় ভূমিধসে আরো চারজনের মৃত্যু হয়েছে। খবর আল আরাবিয়ার।

বৃষ্টিতে মাটি ধসে প্রায় ৪০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এক হাজার ১০০ টি পরিবারকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

ডিএমসি জানিয়েছে যে শ্রীলঙ্কাজুড়ে নদীর পানির স্তর বৃদ্ধি পাচ্ছে। নিম্নাঞ্চলের বাসিন্দাদের উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

বৈরি আবহাওয়ার কারণে সরকার দেশব্যাপী দুই দিনের জন্য শেষ বর্ষের স্কুল পরীক্ষা স্থগিত করেছে।

গত বছরের জুনে ভারী বৃষ্টিপাতের ফলে ২৬ জন নিহত হয়। শ্রীলঙ্কা সেচ এবং জলবিদ্যুতের জন্য মৌসুমি মৌসুমি বৃষ্টিপাতের ওপর নির্ভরশীল। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে দেশটিতে ঘন ঘন বন্যা হচ্ছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন