বঙ্গোপসাগর ও আন্দামানে শক্তিশালী ভূমিকম্প

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ১৫: ০৮
ফাইল ছবি

বঙ্গোপসাগর এবং ভারতের আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ২২ মিনিটের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বঙ্গোপসাগরে সোমবার রাত ১১টা ৫০ মিনিটে ৬ দশমিক ৩ মাত্রার অনুভূত হয়। আর সোমবার রাত ১২টা ১২ মিনিটে আঘাত হানে নিকোবর দ্বীপপুঞ্জে। মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এক বিবৃতিতে এসব তথ্য জানায়। ভূমিকম্প দুটির উৎপত্তিস্থল ছিল সাগরের তলদেশে প্রায় ১০ কিলোমিটার গভীরে।

বিজ্ঞাপন

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ধরনের প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সুনামির সতর্কতাও জারি করা হয়নি।

উপকূলীয় এলাকা ও দ্বীপগুলোতে ভূমিকম্পের প্রভাব মূল্যায়ন করা হচ্ছে।

আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ হচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার শাসিত আটটি অঞ্চলের একটি। বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের সংযোগস্থলে অবস্থিত এই দ্বীপপুঞ্জ ৫৭২টি ছোট-বড় দ্বীপ নিয়ে গঠিত হলেও মাত্র ৩৮টিতে মানুষের বসবাস রয়েছে।

ভৌগলিকভাবে অঞ্চলটি অত্যন্ত ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত। এর ফলে এখানে ঘন ঘন ভূমিকম্প ও সুনামির ঝুঁকি থাকে। উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি অবস্থিত আন্দামানের ব্যারেন দ্বীপে।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত