উত্তর-পূর্ব সিরিয়া থেকে হাজার হাজার আইএসআইএস বন্দিকে ইরাকে স্থানান্তর করছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বুধবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। সিরিয়ার হাসাকাহ প্রদেশের একটি আটক কেন্দ্র থেকে ১৫০ বন্দিকে ইরাকে স্থানান্তরের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ৭ হাজার পর্যন্ত আইএসআইএস (দায়েশ) বন্দিকে সিরিয়া থেকে ইরাকে স্থানান্তর করা হতে পারে। সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, যুক্তরাষ্ট্র ইরাকসহ আঞ্চলিক অংশীদারদের সঙ্গে ‘ঘনিষ্ঠভাবে’ সমন্বয় করছে এবং দায়েশের পরাজয় নিশ্চিত করার ক্ষেত্রে তাদের ভূমিকা প্রশংসনীয়।
তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক বলেন, সিরিয়ায় ওয়াশিংটনের অগ্রাধিকার এখন জাতীয় ঐক্য ও স্থিতিশীলতাকে এগিয়ে নেওয়া। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিচ্ছিন্নতাবাদকে সমর্থন করে না।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


অস্ট্রেলিয়ায় বন্দুক হামলায় নিহত ৩