আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পশ্চিমারা উস্কানি দিলে চূড়ান্ত জবাব দেয়ার হুঁশিয়ারি রাশিয়ার

আমার দেশ অনলাইন
পশ্চিমারা উস্কানি দিলে চূড়ান্ত জবাব দেয়ার হুঁশিয়ারি রাশিয়ার
ছবি: আল জাজিরা

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নকে সতর্ক করে বলেছেন, মস্কোর বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের চূড়ান্ত জবাব দেয়া হবে। স্থানীয় সময় শনিবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে তিনি এ হুঁশিয়ারি দেন। ল্যাভরভ জোর দিয়ে বলেন, পশ্চিমা দেশগুলোতে আক্রমণ করার কোনো পরিকল্পনা মস্কোর নেই, তবে উস্কানি দিলে তারা ব্যবস্থা নিতে প্রস্তুত। খবর আল জাজিরার।

সম্প্রতি পোল্যান্ড ও এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের বিষয়ে পশ্চিমাদের অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেন ল্যাভরভ। তিনি বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা সম্পর্কে আতঙ্ক ছড়াচ্ছে পশ্চিমাবিশ্ব।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘রাশিয়ার বিরুদ্ধে ন্যাটো এবং ইইউ দেশগুলোতে আক্রমণের পরিকল্পনা করার অভিযোগ আনা হচ্ছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার এই উস্কানিগুলিকে খণ্ডন করেছেন।’

ল্যাভরভ জোর দিয়ে বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা শেষ হয়ে যায়নি।

এরআগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, রাশিয়ার দখলকৃত সকল এলাকা পুনরুদ্ধার করতে পারে ইউক্রেন।

ভাষণে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ট্রাম্প প্রশাসন ‘বাস্তবসম্মতভাবে ইউক্রেনীয় সংকট সমাধান করতে চায়’।

বিশ্বকে একটি নতুন যুদ্ধের দিকে ঠেলে দেয়ার ঝুঁকি এড়াতে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দায়িত্ব রয়েছে বলেও মন্তব্য করেন ল্যাভরভ।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

৩০০ কোটি টাকা বাজেটে নতুন বাবরি মসজিদের ভিত্তি স্থাপন ভারতে

তালাকের পর আবার বিয়ে, যে ব্যাখ্যা দিলেন আবু ত্বহার স্ত্রী

এলাকার খবর
খুঁজুন