রাশিয়ার অপরিশোধিত তেল আমদানি বন্ধ করে দিয়েছে ভারতের ধনকুবের মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। রাশিয়ার জ্বালানি আমদানির ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার কারণেই এ পদক্ষেপ নিয়েছে রিলায়েন্স। ভারতের গুজরাটের জামনগরে অবস্থিত তাদের একমাত্র রপ্তানিকারী শোধনাগারে রাশিয়ার অপরিশোধিত তেল ব্যবহার বন্ধ করে দেয়া হয়েছে। খবর বিবিসির।
ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধের প্রতিক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেয়া পদক্ষেপের অংশ হিসাবে রাশিয়ার তেলের ওপর দেয়া নিষেধাজ্ঞা ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে। এছাড়া, রাশিয়ার অন্যতম প্রধান তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান রোসনেফ্ট এবং লুকোয়েলের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে। রোসনেফ্টের সঙ্গে প্রতিদিন ০.৫ মিলিয়ন ব্যারেল তেলের চুক্তি রয়েছে রিলায়েন্সের।
রিলায়েন্স এক বিবৃতিতে জানিয়েছে, ‘আগামী ১ ডিসেম্বর থেকে, এসইজেড রিফাইনারি থেকে যে পণ্য রপ্তানি হবে সেগুলো এমন অপরিশোধিত তেল থেকে করা হবে যা রাশিয়া থেকে আনা হয়নি। ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে রাশিয়ার তেল কেনার ওপর নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে। নির্ধারিত সময়ের আগেই তেল কেনা বন্ধ করে দেয়া হয়েছে।’
হোয়াইট হাউজ রিলায়েন্সের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। হোয়াইট হাউজ ওয়াশিংটন পোস্টকে জানায়, ‘আমরা এই পরিবর্তনকে স্বাগত জানাই এবং আমরা মার্কিন-ভারত বাণিজ্য আলোচনায় অর্থবহ অগ্রগতির জন্য উন্মুখ।’
রিলায়েন্স হল ভারতের রাশিয়ান তেলের বৃহত্তম আমদানিকারক কোম্পানি।
আরএ


ভারতের সঙ্গে যুদ্ধের ঝুঁকি এখনো আছে: পাক প্রতিরক্ষামন্ত্রী