নেপালে সংসদ পুনর্বহালের দাবি প্রধান দলগুলোর

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১: ৩০
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১: ৪৭
বিক্ষোভকারীরা সিংহদরবারে আগুন ধরিয়ে দেয়। এখানে সংসদ ও অন্যান্য মন্ত্রণলায় রয়েছে। ছবি: বিবিসি

নেপালের সদ্য বিলুপ্ত সংসদ পুনর্বহালের দাবি জানিয়েছে দেশটির প্রধান রাজনৈতিক দলগুলো। নেপালি কংগ্রেস, সিপিএন-ইউএমএল এবং মাওবাদী কেন্দ্রসহ আটটি দল এক যৌথ বিবৃতিতে এ দাবি জানিয়েছে। তাদের মতে, অসাংবিধানিকভাবে সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন প্রেসিডেন্ট। খবর বিবিসির।

গতকাল শনিবার সংসদ পুনর্বহালের দাবিতে আটটি রাজনৈতিক দলের প্রধান হুইপ এক বিবৃতিতে সই করেন। তারা বলছেন, প্রেসিডেন্টের গৃহীত পদক্ষেপ অসাংবিধানিক।

বিজ্ঞাপন

জেন-জি বিক্ষোভকারীদের অন্যতম প্রধান দাবি ছিল সংসদ ভেঙে দেয়া।

তবে আটটি দল বলছে যে বিক্ষোভকারীদের দাবি - যার মধ্যে আগামী বছরের ৫ মার্চের জন্য ঘোষিত নতুন নির্বাচন অন্তর্ভুক্ত - জনগণের ভোটে নির্বাচিত একটি প্রতিষ্ঠানের মাধ্যমে সমাধান করা উচিত।

প্রেসিডেন্ট রামচন্দ্র পাওদেল রাজনৈতিক দলগুলোর দাবি নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি।

শনিবার প্রেসিডেন্ট রামচন্দ্র পাওদেল সকল পক্ষকে শান্ত থাকতে এবং নির্বাচন পরিচালনায় সহায়তা করার আহ্বান জানিয়েছেন।

এক বিবৃতিতে প্রেসিডেন্ট বলেছেন যে দেশের সাম্প্রতিক অস্থিরতা সত্ত্বেও, ‘সংবিধান, সংসদীয় ব্যবস্থা এবং ফেডারেল গণতান্ত্রিক প্রজাতন্ত্র সংরক্ষিত হয়েছে।’

তিনি আরো বলেন, সংকটের শান্তিপূর্ণ সমাধান আরো উন্নত গণতন্ত্রের পথ প্রশস্ত করেছে। কষ্টার্জিত এই সুযোগটি বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করতে সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট।

সকল অংশীজনকে শান্ত থাকার এবং ছয় মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা দেয়ায় নেপালে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে অন্তত ৫০ জন নিহত হন। পরবর্তীতে সাবেক প্রধান বিচারপতি কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হয়।

আরএ

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত