আমার দেশ অনলাইন
নেপালের সদ্য বিলুপ্ত সংসদ পুনর্বহালের দাবি জানিয়েছে দেশটির প্রধান রাজনৈতিক দলগুলো। নেপালি কংগ্রেস, সিপিএন-ইউএমএল এবং মাওবাদী কেন্দ্রসহ আটটি দল এক যৌথ বিবৃতিতে এ দাবি জানিয়েছে। তাদের মতে, অসাংবিধানিকভাবে সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন প্রেসিডেন্ট। খবর বিবিসির।
গতকাল শনিবার সংসদ পুনর্বহালের দাবিতে আটটি রাজনৈতিক দলের প্রধান হুইপ এক বিবৃতিতে সই করেন। তারা বলছেন, প্রেসিডেন্টের গৃহীত পদক্ষেপ অসাংবিধানিক।
জেন-জি বিক্ষোভকারীদের অন্যতম প্রধান দাবি ছিল সংসদ ভেঙে দেয়া।
তবে আটটি দল বলছে যে বিক্ষোভকারীদের দাবি - যার মধ্যে আগামী বছরের ৫ মার্চের জন্য ঘোষিত নতুন নির্বাচন অন্তর্ভুক্ত - জনগণের ভোটে নির্বাচিত একটি প্রতিষ্ঠানের মাধ্যমে সমাধান করা উচিত।
প্রেসিডেন্ট রামচন্দ্র পাওদেল রাজনৈতিক দলগুলোর দাবি নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি।
শনিবার প্রেসিডেন্ট রামচন্দ্র পাওদেল সকল পক্ষকে শান্ত থাকতে এবং নির্বাচন পরিচালনায় সহায়তা করার আহ্বান জানিয়েছেন।
এক বিবৃতিতে প্রেসিডেন্ট বলেছেন যে দেশের সাম্প্রতিক অস্থিরতা সত্ত্বেও, ‘সংবিধান, সংসদীয় ব্যবস্থা এবং ফেডারেল গণতান্ত্রিক প্রজাতন্ত্র সংরক্ষিত হয়েছে।’
তিনি আরো বলেন, সংকটের শান্তিপূর্ণ সমাধান আরো উন্নত গণতন্ত্রের পথ প্রশস্ত করেছে। কষ্টার্জিত এই সুযোগটি বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করতে সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট।
সকল অংশীজনকে শান্ত থাকার এবং ছয় মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা দেয়ায় নেপালে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে অন্তত ৫০ জন নিহত হন। পরবর্তীতে সাবেক প্রধান বিচারপতি কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হয়।
আরএ
নেপালের সদ্য বিলুপ্ত সংসদ পুনর্বহালের দাবি জানিয়েছে দেশটির প্রধান রাজনৈতিক দলগুলো। নেপালি কংগ্রেস, সিপিএন-ইউএমএল এবং মাওবাদী কেন্দ্রসহ আটটি দল এক যৌথ বিবৃতিতে এ দাবি জানিয়েছে। তাদের মতে, অসাংবিধানিকভাবে সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন প্রেসিডেন্ট। খবর বিবিসির।
গতকাল শনিবার সংসদ পুনর্বহালের দাবিতে আটটি রাজনৈতিক দলের প্রধান হুইপ এক বিবৃতিতে সই করেন। তারা বলছেন, প্রেসিডেন্টের গৃহীত পদক্ষেপ অসাংবিধানিক।
জেন-জি বিক্ষোভকারীদের অন্যতম প্রধান দাবি ছিল সংসদ ভেঙে দেয়া।
তবে আটটি দল বলছে যে বিক্ষোভকারীদের দাবি - যার মধ্যে আগামী বছরের ৫ মার্চের জন্য ঘোষিত নতুন নির্বাচন অন্তর্ভুক্ত - জনগণের ভোটে নির্বাচিত একটি প্রতিষ্ঠানের মাধ্যমে সমাধান করা উচিত।
প্রেসিডেন্ট রামচন্দ্র পাওদেল রাজনৈতিক দলগুলোর দাবি নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি।
শনিবার প্রেসিডেন্ট রামচন্দ্র পাওদেল সকল পক্ষকে শান্ত থাকতে এবং নির্বাচন পরিচালনায় সহায়তা করার আহ্বান জানিয়েছেন।
এক বিবৃতিতে প্রেসিডেন্ট বলেছেন যে দেশের সাম্প্রতিক অস্থিরতা সত্ত্বেও, ‘সংবিধান, সংসদীয় ব্যবস্থা এবং ফেডারেল গণতান্ত্রিক প্রজাতন্ত্র সংরক্ষিত হয়েছে।’
তিনি আরো বলেন, সংকটের শান্তিপূর্ণ সমাধান আরো উন্নত গণতন্ত্রের পথ প্রশস্ত করেছে। কষ্টার্জিত এই সুযোগটি বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করতে সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট।
সকল অংশীজনকে শান্ত থাকার এবং ছয় মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা দেয়ায় নেপালে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে অন্তত ৫০ জন নিহত হন। পরবর্তীতে সাবেক প্রধান বিচারপতি কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হয়।
আরএ
দুর্নীতি ও ক্রমবর্ধমান অপরাধের বিরুদ্ধে লাগাতার বিক্ষোভের জেরে রাজধানী লিমা এবং বন্দর প্রদেশ ক্যালাওতে ৩০ দিনের জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট হোসে জেরি। ক্রমবর্ধমান অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সশস্ত্র বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছেন তিনি।
১৬ মিনিট আগেবিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসাস সতর্ক করে বলেছেন, গাজা একটি স্বাস্থ্য বিপর্যয়ের সম্মুখীন, যা আগামী কয়েক প্রজন্ম ধরে স্থায়ী হবে। গাজায় ত্রাণ সরবরাহ বাড়ানোর ওপর জোর দেন তিনি।
১ ঘণ্টা আগেতুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, গাজায় ইসরাইল-হামাস যুদ্ধবিরতি রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেইসঙ্গে ফিলিস্তিন-ইসরাইল সমস্যার দ্বিরাষ্ট্রীয় সমাধানের লক্ষ্যে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগেনাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার নাইজার রাজ্যে জ্বালানিবাহী ট্যাঙ্কারটি উল্টে যায়। এর পরপরই স্থানীয়রা ট্যাঙ্কার থেকে জ্বালানি সংগ্রহ করতে ছুটে আসেন। কিছুক্ষণ পরেই ট্যাঙ্কারটি বিস্ফোরিত হয়।
১ ঘণ্টা আগে