আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আইসিসির হেফাজতে লিবিয়ার যুদ্ধাপরাধী

আন্তর্জাতিক ডেস্ক

আইসিসির হেফাজতে লিবিয়ার যুদ্ধাপরাধী
ছবি: বার্তা সংস্থা রয়টার্স

লিবিয়ায় মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত খালেদ মোহাম্মদ আলী এল হিশরি আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) হেফাজতে রয়েছেন।

সোমবার জার্মান কর্তৃপক্ষ এল হিশরিকে নেদারল্যান্ডসের হেগ আদালতে সমর্পণ করে। এর আগে চলতি বছরের ১৬ জুলাই জার্মানিতে গ্রেপ্তার হন তিনি।

বিজ্ঞাপন

আইসিসি জানিয়েছে, খালেদ মোহাম্মদ আলী এল হিশরিক ২০১৫ সাল থেকে ২০২০ সালের মধ্যে লিবিয়ায় মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত। ওই সময় তিনি দেশটির মিটিগা কারাগারে গুরুতর অপরাধ করেছেন বলে অভিযোগ রয়েছে। তিনি ওই কারাগারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের একজন ছিলেন। সেখানে হাজার হাজার ব্যক্তিকে দীর্ঘ সময় ধরে আটক রাখা হয়েছিল।

আন্তর্জাতিক অপরাধ আদালত বলেছে, তিনি ২০১৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০২০ সালের গোড়ার দিকে লিবিয়ায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধে অভিযুক্ত। তিনি হত্যা, নির্যাতন, ধর্ষণ ও যৌন সহিংসতায় জড়িত ছিলেন। এসব ঘৃণ্য কাজ তিনি নিজেই সংঘটিত করেছেন অথবা নির্দেশ দিয়েছেন। তার তত্ত্বাবধানেই কারাগারে এসব মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) অনুরোধের পর আইসিসি ২০১১ সালের মার্চ মাস থেকে লিবিয়ায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের তদন্ত করছে।

আদালতের ডেপুটি প্রসিকিউটর নাজাত শামিম খান নিউইয়র্কে ১৫ সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে চলমান মামলার বিস্তারিত বিবরণ দেওয়ার এক সপ্তাহ পর এল হিশরিকে আইসিসির হেফাজতে স্থানান্তর করা হলো।

এ বিষয়ে শামিম খান বলেন, লিবিয়ায় ন্যায়বিচার প্রতিষ্ঠায় একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এর আগে সেখানকার কারাগারগুলোয় সংঘটিত অপরাধগুলোর কোনো জবাবদিহি ছিল না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন