তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, গাজায় চলমান মানবাধিকার লঙ্ঘনের বাস্তবতা আজ বিশ্ববাসীর কাছে সুস্পষ্ট হলেও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেসব ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। বৃহস্পতিবার রাতে তুর্কি একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
শুক্রবার হুরিয়াত ডেইলির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ফিদান বলেন, ‘ফিলিস্তিন সমস্যা এখন কেবল একটি আঞ্চলিক নয়, বরং সমগ্র বিশ্বের জন্য একটি রক্তক্ষরণকারী ক্ষত।’ তিনি গাজায় ইসরাইলি হামলা বন্ধ এবং দুর্ভিক্ষ পরিস্থিতির অবসান ঘটানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
তিনি অভিযোগ করে বলেন, নেতানিয়াহু তার অপরাধ আড়াল করতে একটি আন্তর্জাতিক চাপ ব্যবস্থা তৈরি করেছেন। প্রতিটি দেশের ইহুদিবাদী লবিকে সক্রিয় করে স্থানীয় রাজনীতির মাধ্যমে নেতানিয়াহু সেই দেশগুলিকে বন্দী করে রেখেছেন।
ফিদান আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি সংকট এবং ইসরাইলের তথাকথিত ‘অস্পৃশ্যতা’ নিয়ে যে বিভ্রান্তি ছিল, তা এখন ভেঙে পড়েছে। আজ বিশ্ব জানে, ইসরাইলের আসল লক্ষ্য কখনোই তার নিরাপত্তা ছিল না, বরং নিরাপত্তার অজুহাতে আরও জমি দখল।’
তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তনের দিকেও ইঙ্গিত দিয়ে বলেন, ওয়াশিংটন এখন আর তেল আবিবকে আগের মতো ‘খোলাখুলি রক্ষা’ করছে না।
নেতানিয়াহুর নেতৃত্বাধীন প্রশাসনের বিরুদ্ধে কড়া সমালোচনা করে তিনি বলেন, ‘এই প্রশাসন মানবিক মূল্যবোধের প্রতি সম্পূর্ণরূপে উদাসীন।’ তিনি নেতানিয়াহুর কার্যকলাপকে ৬০-৭০ বছর আগের হিটলারের উন্মাদনার সঙ্গে তুলনা করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

