ভিয়েতনামের মধ্যাঞ্চলে অব্যাহত বৃষ্টিপাত ও বন্যায় কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছে আরো নয়জন। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে। খবর বিবিসির।
প্রতিবেদন অনুসারে, বন্যায় ৫২ হাজারের বেশি বাড়িঘর ডুবে গেছে এবং পাঁচ লাখ বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
গত তিন দিনে বেশ কয়েকটি এলাকায় ৫ ফুট পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে উপকূলীয় শহর হোই আন এবং নাহা ট্রাং।
সাম্প্রতিক মাসগুলোতে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত ভিয়েতনাম। কালমেগি ও বুয়ালোই নামে দুটি টাইফুনে দেশটিতে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ হয়েছে।
সরকারি হিসাব অনুযায়ী, ভিয়েতনামে প্রাকৃতিক দুর্যোগে চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে ২ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, বন্যার পানি তাদের ঘরে ঢুকে পড়ায় লোকজন ছাদে আটকা পড়েছে। লাম ডং প্রদেশে ভূমিধসে প্রধান সড়ক ও মহাসড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার পর প্রদেশটি জরুরি অবস্থা ঘোষণা করেছে।
জনপ্রিয় পর্যটন শহর দা লাটের একটি গুরুত্বপূর্ণ প্রবেশপথ মিমোসা পাসের একটি অংশ খাদে ধসে পড়ার পর যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
আরএ


ট্রাম্পের হুমকিতে রাশিয়ার বদলে মধ্যপ্রাচ্যে ঝুঁকছে ভারত