লেবাননের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। সোমবার (৮ ডিসেম্বর) রাতের এই হামলার লক্ষ্য ছিল ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্সের অবকাঠামো। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, মূলত রাদওয়ান ফোর্সের ‘ট্রেনিং ও কোয়ালিফিকেশন গ্রাউন্ড’ লক্ষ্য করেই এই অভিযান চালানো হয়েছে, যেখানে হিজবুল্লাহ ইসরাইলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করতো।
২০২৪ সালের ২৭ নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইল বেশ কয়েকবার লেবাননের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে। দক্ষিণ ও পূর্ব লেবাননের সীমান্তবর্তী এলাকাগুলোতে প্রায় প্রতিদিন হামলা চালানো হচ্ছে বলে জানা গেছে।
ইসরাইল এই অভিযানকে হিজবুল্লাহর হুমকি দূর করার প্রচেষ্টা হিসেবে তুলে ধরেছে এবং লেবানন সীমান্তে পাঁচটি প্রধান স্থানে এখনও সেনা মোতায়েন রেখেছে।
সূত্র: আল জাজিরা
এসআর

