আন্তর্জাতিক ডেস্ক
স্বৈরশাসক শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত চলছে। এ বিষয়ে বাংলাদেশি তদন্তকারীদের সহায়তা করছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)।
ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফ-এর প্রতিবেদনে বলা হয়েছে, একটি বিতর্কিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চুক্তি থেকে সুবিধা নিয়েছেন টিউলিপ। এমন অভিযোগ ওঠায় তার তদন্তে স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করতে ঢাকা ঘুরে গেছেন কয়েকজন ব্রিটিশ কর্মকর্তা।
অভিযোগ উঠেছে, নিজের খালা ও গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব ব্যবহার করেছেন টিউলিপ। এ কেলেঙ্কারি নিয়ে অনিচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিয়েছিলেন তিনি। এরপরই লেবার পার্টির নেতৃস্থানীয় পদ থেকে তাকে ইস্তফা দিতে হয়।
ট্রেজারি মন্ত্রীর দায়িত্বে থাকাকালীন দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের দায়িত্ব ছিল টিউলিপের। কিন্তু লন্ডনে নিজের ব্যবহৃত সম্পত্তি এবং এসবের সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন ওঠার পর তিনি বিষয়টি নিয়ে তদন্ত করতে আহ্বান জানান।
এখন টিউলিপ, হাসিনা ও তাদের পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে ওঠা রাশিয়ার অর্থায়নে নির্মিত পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে ৩ দশমিক ৯ বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগের তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
তদন্তে ব্রিটিশ পুলিশও সহায়তা করছে বলে জানা গেছে। শেখ হাসিনা ও তার সহযোগীদের আত্মসাৎ করা অর্থ ফিরিয়ে আনতে সহায়তার জন্য গত অক্টোবরে বাংলাদেশ সফর করেন এনসিএর কর্মকর্তারা।
এই মামলা যেন বিচারের পর্যায়ে পৌঁছাতে পারে সেজন্য ব্রিটিশ কর্মকর্তারা বাংলাদেশি কর্তৃপক্ষকে সহায়তা করতে চাচ্ছে বলে জানিয়েছে একটি সূত্র।
শুধু বাংলাদেশের জন্য নয়, যুক্তরাজ্যেও টিউলিপের বিরুদ্ধে ফৌজদারি মামলার জন্য তথ্য সংগ্রহ করতে পারে এনসিএ। ব্রিটেনের আইন অনুযায়ী কেউ ঘুষ নিলে তার সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে।
স্বৈরশাসক শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত চলছে। এ বিষয়ে বাংলাদেশি তদন্তকারীদের সহায়তা করছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)।
ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফ-এর প্রতিবেদনে বলা হয়েছে, একটি বিতর্কিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চুক্তি থেকে সুবিধা নিয়েছেন টিউলিপ। এমন অভিযোগ ওঠায় তার তদন্তে স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করতে ঢাকা ঘুরে গেছেন কয়েকজন ব্রিটিশ কর্মকর্তা।
অভিযোগ উঠেছে, নিজের খালা ও গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব ব্যবহার করেছেন টিউলিপ। এ কেলেঙ্কারি নিয়ে অনিচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিয়েছিলেন তিনি। এরপরই লেবার পার্টির নেতৃস্থানীয় পদ থেকে তাকে ইস্তফা দিতে হয়।
ট্রেজারি মন্ত্রীর দায়িত্বে থাকাকালীন দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের দায়িত্ব ছিল টিউলিপের। কিন্তু লন্ডনে নিজের ব্যবহৃত সম্পত্তি এবং এসবের সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন ওঠার পর তিনি বিষয়টি নিয়ে তদন্ত করতে আহ্বান জানান।
এখন টিউলিপ, হাসিনা ও তাদের পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে ওঠা রাশিয়ার অর্থায়নে নির্মিত পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে ৩ দশমিক ৯ বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগের তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
তদন্তে ব্রিটিশ পুলিশও সহায়তা করছে বলে জানা গেছে। শেখ হাসিনা ও তার সহযোগীদের আত্মসাৎ করা অর্থ ফিরিয়ে আনতে সহায়তার জন্য গত অক্টোবরে বাংলাদেশ সফর করেন এনসিএর কর্মকর্তারা।
এই মামলা যেন বিচারের পর্যায়ে পৌঁছাতে পারে সেজন্য ব্রিটিশ কর্মকর্তারা বাংলাদেশি কর্তৃপক্ষকে সহায়তা করতে চাচ্ছে বলে জানিয়েছে একটি সূত্র।
শুধু বাংলাদেশের জন্য নয়, যুক্তরাজ্যেও টিউলিপের বিরুদ্ধে ফৌজদারি মামলার জন্য তথ্য সংগ্রহ করতে পারে এনসিএ। ব্রিটেনের আইন অনুযায়ী কেউ ঘুষ নিলে তার সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে।
দুর্নীতি ও ক্রমবর্ধমান অপরাধের বিরুদ্ধে লাগাতার বিক্ষোভের জেরে রাজধানী লিমা এবং বন্দর প্রদেশ ক্যালাওতে ৩০ দিনের জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট হোসে জেরি। ক্রমবর্ধমান অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সশস্ত্র বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছেন তিনি।
২৭ মিনিট আগেবিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসাস সতর্ক করে বলেছেন, গাজা একটি স্বাস্থ্য বিপর্যয়ের সম্মুখীন, যা আগামী কয়েক প্রজন্ম ধরে স্থায়ী হবে। গাজায় ত্রাণ সরবরাহ বাড়ানোর ওপর জোর দেন তিনি।
১ ঘণ্টা আগেতুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, গাজায় ইসরাইল-হামাস যুদ্ধবিরতি রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেইসঙ্গে ফিলিস্তিন-ইসরাইল সমস্যার দ্বিরাষ্ট্রীয় সমাধানের লক্ষ্যে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগেনাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার নাইজার রাজ্যে জ্বালানিবাহী ট্যাঙ্কারটি উল্টে যায়। এর পরপরই স্থানীয়রা ট্যাঙ্কার থেকে জ্বালানি সংগ্রহ করতে ছুটে আসেন। কিছুক্ষণ পরেই ট্যাঙ্কারটি বিস্ফোরিত হয়।
১ ঘণ্টা আগে