জ্বলছে ইউরোপ
আন্তর্জাতিক ডেস্ক
চলতি বছরে দাবানলে জ্বলে গেছে ইউরোপের ১০ লাখ হেক্টরের বেশি ভূমি। এর মাধ্যমে ইউরোপে দাবানলের ভয়াবহতম বছর হিসেবে রেকর্ড সৃষ্টি করেছে ২০২৫।
গত শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রকাশিত আনুষ্ঠানিক তথ্য অনুসারে, স্বাভাবিক বছরের তুলনায় এ বছরের দাবানল চারগুণ ভূমি জ্বালিয়ে দিয়েছে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে গ্রামের পর গ্রাম খালি করে নেওয়া হয়েছে এবং স্থানীয় কৃষকরা অগ্নিনির্বাপণ কর্মীতে পরিণত হয়েছেন। প্রলয়ঙ্করী এ অগ্নিকাণ্ড ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে, বনভূমি দগ্ধ করেছে এবং বিভিন্ন শহরের মধ্যে যোগাযোগ অবরুদ্ধ করে দিয়েছে।
ইউরোপিয়ান ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেম (ইফিস) জানিয়েছে, চলতি বছরের দাবানলে ১০ লাখ ১৫ হাজার ২৪ হেক্টর জমি আগুনে পুড়ে গেছে। দাবানলে ক্ষতির এ পরিমাণ ২০১৭ সালের দাবানলের ক্ষতির রেকর্ডকে ছাড়িয়ে গেছে। ওই বছর দাবানলে ইউরোপে ৯ লাখ ৮৮ হাজার ৫৪৪ হেক্টর জমি পুড়ে গিয়েছিল।
ভয়াবহ এ দাবানলে তিন কোটি ৭০ লাখ টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ করেছেÑযা এক কোটি জনসংখ্যার দেশ পর্তুগালের বার্ষিক কার্বন ডাই-অক্সাইড নিঃসরণের সমপরিমাণ।
প্রচণ্ড তাপপ্রবাহের জেরে চলতি মাসে দক্ষিণ ইউরোপের বিশাল অংশজুড়ে দাবানল ছড়িয়ে পড়ে। ৪০ ডিগ্রির ওপর তাপমাত্রা এ দাবানলকে দ্রুত ছড়িয়ে পড়তে সহায়তা করেছে।
দাবানলের কারণে বহু লোক তাৎক্ষণিকভাবে হতাহত হলেও বিজ্ঞানীরা বলছেন, এর প্রভাবে নীরব প্রাণহানি আরো বেশি। দাবানলের ঘন ধোঁয়ায় স্থানীয়রা ফুসফুস ও রক্তের বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে মারা যান। গত বছরের ডিসেম্বরে ব্রিটিশ সাময়িকী ল্যানসেটে এক গবেষণা প্রতিবেদনে জানানো হয়, ২০০০ সাল থেকে ২০১৯ সালের মধ্যে দাবানলের কারণে ইউরোপে প্রতি বছর এক লাখ ১১ হাজার লোকের মৃত্যু হয়েছে।
চলতি বছরে দাবানলে জ্বলে গেছে ইউরোপের ১০ লাখ হেক্টরের বেশি ভূমি। এর মাধ্যমে ইউরোপে দাবানলের ভয়াবহতম বছর হিসেবে রেকর্ড সৃষ্টি করেছে ২০২৫।
গত শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রকাশিত আনুষ্ঠানিক তথ্য অনুসারে, স্বাভাবিক বছরের তুলনায় এ বছরের দাবানল চারগুণ ভূমি জ্বালিয়ে দিয়েছে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে গ্রামের পর গ্রাম খালি করে নেওয়া হয়েছে এবং স্থানীয় কৃষকরা অগ্নিনির্বাপণ কর্মীতে পরিণত হয়েছেন। প্রলয়ঙ্করী এ অগ্নিকাণ্ড ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে, বনভূমি দগ্ধ করেছে এবং বিভিন্ন শহরের মধ্যে যোগাযোগ অবরুদ্ধ করে দিয়েছে।
ইউরোপিয়ান ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেম (ইফিস) জানিয়েছে, চলতি বছরের দাবানলে ১০ লাখ ১৫ হাজার ২৪ হেক্টর জমি আগুনে পুড়ে গেছে। দাবানলে ক্ষতির এ পরিমাণ ২০১৭ সালের দাবানলের ক্ষতির রেকর্ডকে ছাড়িয়ে গেছে। ওই বছর দাবানলে ইউরোপে ৯ লাখ ৮৮ হাজার ৫৪৪ হেক্টর জমি পুড়ে গিয়েছিল।
ভয়াবহ এ দাবানলে তিন কোটি ৭০ লাখ টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ করেছেÑযা এক কোটি জনসংখ্যার দেশ পর্তুগালের বার্ষিক কার্বন ডাই-অক্সাইড নিঃসরণের সমপরিমাণ।
প্রচণ্ড তাপপ্রবাহের জেরে চলতি মাসে দক্ষিণ ইউরোপের বিশাল অংশজুড়ে দাবানল ছড়িয়ে পড়ে। ৪০ ডিগ্রির ওপর তাপমাত্রা এ দাবানলকে দ্রুত ছড়িয়ে পড়তে সহায়তা করেছে।
দাবানলের কারণে বহু লোক তাৎক্ষণিকভাবে হতাহত হলেও বিজ্ঞানীরা বলছেন, এর প্রভাবে নীরব প্রাণহানি আরো বেশি। দাবানলের ঘন ধোঁয়ায় স্থানীয়রা ফুসফুস ও রক্তের বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে মারা যান। গত বছরের ডিসেম্বরে ব্রিটিশ সাময়িকী ল্যানসেটে এক গবেষণা প্রতিবেদনে জানানো হয়, ২০০০ সাল থেকে ২০১৯ সালের মধ্যে দাবানলের কারণে ইউরোপে প্রতি বছর এক লাখ ১১ হাজার লোকের মৃত্যু হয়েছে।
ভারতীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক ১৫ থেকে ১৬ শতাংশে নামিয়ে আনতে একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে নয়াদিল্লি ও ওয়াশিংটন। ভারতীয় সংবাদমাধ্যম মিন্টের বরাত দিয়ে একথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
৬ মিনিট আগেদুর্নীতি ও ক্রমবর্ধমান অপরাধের বিরুদ্ধে লাগাতার বিক্ষোভের জেরে রাজধানী লিমা এবং বন্দর প্রদেশ ক্যালাওতে ৩০ দিনের জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট হোসে জেরি। ক্রমবর্ধমান অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সশস্ত্র বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছেন তিনি।
৩২ মিনিট আগেবিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসাস সতর্ক করে বলেছেন, গাজা একটি স্বাস্থ্য বিপর্যয়ের সম্মুখীন, যা আগামী কয়েক প্রজন্ম ধরে স্থায়ী হবে। গাজায় ত্রাণ সরবরাহ বাড়ানোর ওপর জোর দেন তিনি।
১ ঘণ্টা আগেতুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, গাজায় ইসরাইল-হামাস যুদ্ধবিরতি রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেইসঙ্গে ফিলিস্তিন-ইসরাইল সমস্যার দ্বিরাষ্ট্রীয় সমাধানের লক্ষ্যে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে