আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চিলির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন কট্টর-ডানপন্থি অ্যান্তোনিও কাস্ত

আমার দেশ অনলাইন
চিলির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন কট্টর-ডানপন্থি অ্যান্তোনিও কাস্ত
ছবি: সংগৃহীত

চিলির ৩৮তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কট্টর-ডানপন্থি হোসে অ্যান্তোনিও কাস্ত। উপ-নির্বাচনে বিপুল ভোটে জয় পান তিনি। পরাজয় মেনে নিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী বামপন্থী জোটের নেতৃত্বদানকারী কমিউনিস্ট পার্টির সদস্য জিনেট জারা। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

প্রায় ৮০ শতাংশ ভোট গণনার পর দেখা যায়, কাস্ত ৫৮ শতাংশ ভোট পেয়েছেন। মধ্য সান্তিয়াগোতে কাস্ত সমর্থকরা গাড়ির হর্ন বাজিয়ে, পতাকা উড়িয়ে উল্লাস করেছেন।

বিজ্ঞাপন

সমর্থকদের উদ্দেশ্যে বিজয় ভাষণে কাস্ত নির্বাচনের ফলাফলকে তার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের সুযোগ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘এটি কোনো ব্যক্তিগত অর্জন নয়, এমনকি এটি কোনো দলীয় অর্জনও নয়। জিতেছে চিলি।’

কাস্ত লাখ লাখ অবৈধ অভিবাসীকে বহিষ্কার, উত্তর সীমান্ত বন্ধ, সহিংস অপরাধ মোকাবেলা এবং স্থবির অর্থনীতি পুনরায় গতিশীল করার প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালিয়েছিলেন।

লাতিন আমেরিকার সবচেয়ে নিরাপদ এবং সমৃদ্ধ দেশগুলোর মধ্যে একটি চিলি। কোভিড-১৯ মহামারি, সহিংস সামাজিক বিক্ষোভ এবং সংগঠিত অপরাধ গোষ্ঠীর কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আর্জেন্টিনা, বলিভিয়া, হন্ডুরাস, এল সালভাদর এবং ইকুয়েডরে নির্বাচনে ডানপন্থিদের জয়লাভের পর এটি লাতন আমেরিকার ডানপন্থীদের জন্য সবশেষ বিজয়।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী জারা কাস্তকে ফোন করে পরাজয় স্বীকার করে নেন। সামাজিকমাধ্যমে তিনি লেখেন, ‘গণতন্ত্র স্পষ্টভাবে কথা বলেছে। চিলির মঙ্গলের জন্য তার সাফল্য কামনা করে আমি নবনির্বাচিত প্রেসিডেন্টের (কাস্ত) সঙ্গে কথা বলেছি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন