মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে বলপ্রয়োগ করলে তাতে হস্তক্ষেপ করবে যুক্তরাষ্ট্র। শুক্রবার সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে তিনি বলেন, বিক্ষোভকারীদের ওপর গুলি চালালে বা হত্যা করা হলে তাদের উদ্ধারে এগিয়ে যাবে যুক্তরাষ্ট্র। খবর বার্তা সংস্থা রয়েটার্সের।
তিনি আরো বলেন, ‘আমরা ইরানে পদক্ষেপ নেওয়ার বিষয়ে সম্পূর্ণ প্রস্তুত আছি।’
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরানে টানা ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ চলছে। বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। এদিকে, বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকারি সম্পদের ক্ষয়ক্ষতির অভিযোগে ৩০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স জানায়, তেহরানের প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে লোরেস্তান প্রদেশের আজনা শহরে বিক্ষোভে কমপক্ষে তিনজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।
ফার্স জানায়, রাজধানী তেহরানের প্রায় ৪৭০ কিলোমিটার দক্ষিণে চাহারমহল ও বাখতিয়ারি প্রদেশের লর্ডেগান শহরে বিক্ষোভ চলাকালীন দুজন নিহত হয়েছেন।
আরএ/এসআই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ভারতে দূষিত পানি পান করে ৯ জনের মৃত্যু
ফিলিস্তিনিদের কাছ থেকে ইব্রাহিমী মসজিদের কর্তৃত্ব কেড়ে নিল ইসরাইল