
আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলি জিম্মিদের দেহাবশেষ খুঁজতে সহায়তা করতে ভারী যন্ত্রপাতি ও প্রকৌশল সরঞ্জামসহ মিসরীয় ট্রাক এবং যানবাহনের একটি বহর গাজায় প্রবেশ করেছে। বার্তা সংস্থা এএফপির ফুটেজে গাজার দক্ষিণে খান ইউনুসে মিসরের এই যানবহরটিকে দেখা গেছে।
বিষয়টি নিশ্চিতের জন্য রোববার ইসরাইলি সামরিক বাহিনীকে অনুরোধ করা হলেও তারা কোনো উত্তর দেয়নি। এর আগে গত শনিবার রাতে মিসরের রাষ্ট্রীয় সংবাদ চ্যানেল আল-কাহেরা এই বহরের গাজার পথে রওনা দেওয়ার কথা জানায়।
এছাড়া মিসরের সামরিক সূত্র জানিয়েছে, গাজামুখী গাড়িবহরটি শনিবার রাতে কেরেম শালোম ক্রসিংয়ে যাওয়ার পর ফিলিস্তিন ভূখণ্ডে প্রবেশের জন্য অনুমোদনের অপেক্ষায় ছিল।
এদিকে, তুরস্কের একজন কর্মকর্তা গত ১৭ অক্টোবর জানিয়েছিলেন, জিম্মিদের মৃতদেহ খুঁজে বের করতে আঙ্কারা থেকে পাঠানো ৮১ জনের একটি উদ্ধারকারী দল গাজা উপত্যকায় প্রবেশের জন্য মিসর সীমান্তে অপেক্ষা করছে।
কিন্তু গাজায় তুরস্কের যে কোনো ধরনের সম্পৃক্ততার বিষয়ে ইসরাইলের আপত্তির কারণে তুরস্কের উদ্ধারকারী দলটি কখনো গাজায় প্রবেশের অনুমতি পায়নি।
প্রসঙ্গত, হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী ইসরাইলি বাহিনীর কাছে বন্দি থাকা প্রায় দুই হাজার ফিলিস্তিনির মুক্তির বিনিময়ে হামাসের কাছে বন্দি থাকা ইসরাইলের জীবিত ও মৃত অবশিষ্ট ৪৮ জিম্মিকে ফিরিয়ে দেওয়ার কথা ছিল।
কিন্তু ২৮ জন নিহত জিম্মির মধ্যে মাত্র ১৫ জনকে এখন পর্যন্ত ফিরিয়ে দিয়েছে হামাস। অবশিষ্ট নিহত জিম্মিদের লাশ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে জানিয়েছে তারা। সেজন্য নিহতদের দেহাবশেষ খুঁজে বের করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও সহায়তার আহ্বান জানিয়েছে দলটি।

ইসরাইলি জিম্মিদের দেহাবশেষ খুঁজতে সহায়তা করতে ভারী যন্ত্রপাতি ও প্রকৌশল সরঞ্জামসহ মিসরীয় ট্রাক এবং যানবাহনের একটি বহর গাজায় প্রবেশ করেছে। বার্তা সংস্থা এএফপির ফুটেজে গাজার দক্ষিণে খান ইউনুসে মিসরের এই যানবহরটিকে দেখা গেছে।
বিষয়টি নিশ্চিতের জন্য রোববার ইসরাইলি সামরিক বাহিনীকে অনুরোধ করা হলেও তারা কোনো উত্তর দেয়নি। এর আগে গত শনিবার রাতে মিসরের রাষ্ট্রীয় সংবাদ চ্যানেল আল-কাহেরা এই বহরের গাজার পথে রওনা দেওয়ার কথা জানায়।
এছাড়া মিসরের সামরিক সূত্র জানিয়েছে, গাজামুখী গাড়িবহরটি শনিবার রাতে কেরেম শালোম ক্রসিংয়ে যাওয়ার পর ফিলিস্তিন ভূখণ্ডে প্রবেশের জন্য অনুমোদনের অপেক্ষায় ছিল।
এদিকে, তুরস্কের একজন কর্মকর্তা গত ১৭ অক্টোবর জানিয়েছিলেন, জিম্মিদের মৃতদেহ খুঁজে বের করতে আঙ্কারা থেকে পাঠানো ৮১ জনের একটি উদ্ধারকারী দল গাজা উপত্যকায় প্রবেশের জন্য মিসর সীমান্তে অপেক্ষা করছে।
কিন্তু গাজায় তুরস্কের যে কোনো ধরনের সম্পৃক্ততার বিষয়ে ইসরাইলের আপত্তির কারণে তুরস্কের উদ্ধারকারী দলটি কখনো গাজায় প্রবেশের অনুমতি পায়নি।
প্রসঙ্গত, হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী ইসরাইলি বাহিনীর কাছে বন্দি থাকা প্রায় দুই হাজার ফিলিস্তিনির মুক্তির বিনিময়ে হামাসের কাছে বন্দি থাকা ইসরাইলের জীবিত ও মৃত অবশিষ্ট ৪৮ জিম্মিকে ফিরিয়ে দেওয়ার কথা ছিল।
কিন্তু ২৮ জন নিহত জিম্মির মধ্যে মাত্র ১৫ জনকে এখন পর্যন্ত ফিরিয়ে দিয়েছে হামাস। অবশিষ্ট নিহত জিম্মিদের লাশ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে জানিয়েছে তারা। সেজন্য নিহতদের দেহাবশেষ খুঁজে বের করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও সহায়তার আহ্বান জানিয়েছে দলটি।

রোববার মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন, "আমাদের নিরাপত্তার নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকবে আর, এর জন্য আমরা কারো অনুমোদন চাই না। এসময় তিনি আন্তর্জাতিক বাহিনীর বিষয়ে বলেন, কোন শক্তি গ্রহণযোগ্য তা ইসরাইল নির্ধারণ করবে এবং আমরা এভাবেই কাজ করি এবং তা চালিয়ে যাব।
৬ মিনিট আগে
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ সুদান ডক্টরস নেটওয়ার্ক তাদের বিবৃতিতে জানায়, গত এক মাসেরও বেশি সময় ধরে অবরোধের কারণে এল ফাশার শহরে মানবিক পরিস্থিতির তীব্র অবনতি হয়েছে। ক্রমবর্ধমান খাদ্য ঘাটতি এবং অপুষ্টির কারণে শিশু মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
২৬ মিনিট আগে
তিনি পোস্টে আরো জানান, মার্কিন ভাইস প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, প্রেসিডেন্টের বিশেষ দূত ও সেন্টকম কমান্ডারদের সঙ্গে আলোচনার পরই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেছেন, এই আলোচনার মূল লক্ষ্য হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন এবং ‘টানেলগুলোর সম্পূর্ণ ধ্বংস ও হ
৩৬ মিনিট আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম আলোচিত ও গুরুত্বপূর্ণ নির্বাচন হিসেবে বিবেচিত নিউ ইয়র্ক সিটির মেয়র পদে আগাম ভোটগ্রহণ শুরু হয়েছে। সাম্প্রতিক জরিপে জোহরান মামদানি উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে আছেন।
২ ঘণ্টা আগে