থাইল্যান্ডে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৯

আমার দেশ অনলাইন
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ১৭: ১৭

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উত্তরাঞ্চলের সুফান বুরি প্রদেশে একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৯ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো দুইজন।

দেশটির মধ্যাঞ্চলে স্থানীয় সময় বুধবার এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা আল-আরারিয়া।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের পর পুড়ে যাওয়া ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কী কারণে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে সে বিষয়টি এখনো নিশ্চিত নয়।

পুলিশ প্রধান ওয়ানচাই খাওরাম বলেন, এখনো কয়েকজন নিখোঁজ রয়েছেন এবং তাদের সন্ধানে অভিযান চলছে। আমরা দুর্ঘটনার কারণ খুঁজে বের করার চেষ্টা করছি।

উল্লেখ্য, থাইল্যান্ডে এরকম কারখানায় অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ প্রায়শই ঘটে থাকে। বিশ্লেষকদের ধারণা দেশটিতে নিরাপত্তা বিধি কার্যকরভাবে দুর্বল থাকার কারণে প্রায়ই এমনটা ঘটে বলে মনে করা হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত