ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া নিয়ে যা ভাবছে নিউজিল্যান্ড

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ০৩
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০০: ৫৭

নিউজিল্যান্ড আগামী সপ্তাহে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার বিষয়ে তার অবস্থান চূড়ান্ত করতে পারে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স। তিনি জানান, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরের সময় এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

শুক্রবার তুরস্কভিত্তিক গণমাধ্যম ইয়েনি শাফাক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

পিটার্স বলেন, ‘পরের সপ্তাহে নিউইয়র্কে বিশ্ব নেতাদের সাথে সাক্ষাৎ ও আলোচনার ভিত্তিতে ফিলিস্তিনের স্বীকৃতির মতো জটিল বিষয়ে নিউজিল্যান্ডের অবস্থান চূড়ান্ত হবে।’

নিউইয়র্কে তিনি ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য দ্বি-রাষ্ট্র সমাধান বিষয়ক সম্মেলনে অংশ নেবেন, যার যৌথ সভাপতিত্ব করবে ফ্রান্স ও সৌদি আরব। সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁসহ একাধিক বিশ্বনেতা ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবেন বলে জানা গেছে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘গাজা, ইউক্রেন, দক্ষিণ সুদান এবং মায়ানমারের মতো বড় সংঘাতের প্রেক্ষাপটে নিউইয়র্কে অংশীদারদের সাথে আলোচনা আমাদের নিজস্ব নীতিগত অবস্থান গঠনে সহায়তা করবে।’

উল্লেখ্য, গত মাসেই পিটার্স ইঙ্গিত দিয়েছিলেন যে, নিউজিল্যান্ড আগামী মাসের মধ্যে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি দেওয়া নিয়ে সিদ্ধান্ত নিতে পারে।

এদিকে অস্ট্রেলিয়া ইতিমধ্যে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। ফ্রান্স, যুক্তরাজ্য এবং কানাডাও সম্মেলনে স্বীকৃতির বিষয়ে তাদের আগ্রহের কথা প্রকাশ করেছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত