আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ট্রাম্পকে হত্যাচেষ্টা: ৬ সিক্রেট সার্ভিস এজেন্ট বরখাস্ত

আমার দেশ অনলাইন

ট্রাম্পকে হত্যাচেষ্টা: ৬ সিক্রেট সার্ভিস এজেন্ট বরখাস্ত

নির্বাচনী সমাবেশে ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনায় সিক্রেট সার্ভিসের ছয় এজেন্টকে সাময়িক বরখাস্ত করেছে সংস্থাটি। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে জানায়, ওই ছয় কর্মকর্তাকে ১০ থেকে ৪২ দিন পর্যন্ত সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তাদের প্রত্যেককে অপারেশনাল নয় এমন পদে স্থানান্তর করা হয়েছে। সাজাপ্রাপ্ত ছয় কর্মকর্তার নাম প্রকাশ করেনি সিক্রেট সার্ভিস।

বিজ্ঞাপন

২০২৪ সালের ১৩ জুলাই ট্রাম্প যখন বাটলার শহরে জনসভায় ভাষণ দিচ্ছিলেন, তখন কাছের একটি ভবনের ছাদ থেকে এক বন্দুকধারী গুলি ছোড়েন। সেদিনের হামলায় ট্রাম্প আহত হলেও তার এক সমর্থক নিহত হন। পাশাপাশি সেই বন্দুকধারীকে ঘটনাস্থলেই গুলি করে হত্যা করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সিক্রেট সার্ভিসের বিরুদ্ধে শুরু হয় একাধিক তদন্ত এবং সংস্থার পরিচালক পদত্যাগ করেন।

এ নিয়ে ফক্স নিউজের ‘মাই ভিউ উইথ লারা ট্রাম্প’ অনুষ্ঠানের এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ওই ছাদে যদি একজন এজেন্ট থাকত, তাহলে এটা কখনও ঘটত না। স্থানীয় পুলিশকেও দায়িত্ব দেওয়া হয়নি। এটা একটা বড় ভুল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন