গ্রিনল্যান্ড নিয়ে ইউরোপীয় মিত্রদের বিরুদ্ধে মার্কিন শুল্ক হুমকি বাস্তবায়িত হলে ইউরোপীয় ইউনিয়ন অবশ্যই প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে বলে সতর্ক করেছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন। তবে এ পর্যায়ে ইইউর শক্তিশালী সুরক্ষা আইন ‘জবরদস্তি-প্রতিরোধ ব্যবস্থা’ বা অ্যান্টি-কোয়ার্শন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা ঠিক হবে না বলে মন্তব্য করেন তিনি।
রোববার আয়ারল্যান্ডের জাতীয় সম্প্রচারমাধ্যম আরটিই-কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্টিন বলেন, ‘পরিস্থিতির গতি খুব নাটকীয়ভাবে এবং অত্যন্ত দ্রুত বেড়েছে। এতে কোনও সন্দেহ নেই যে শুল্ক আরোপ করা হলে ইউরোপ প্রতিশোধ নেবে। এটি বিশ্বব্যাপী একটি অত্যন্ত গুরুতর পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে।”
তিনি আরো বলেন, শুল্ক যুদ্ধ এড়াতে সংলাপই হওয়া উচিত প্রধান পথ। ‘এটি যাতে না ঘটে, সে জন্য অবশ্যই আলোচনা দরকার। আমরা এখনও সুনির্দিষ্ট পদক্ষেপের পর্যায়ে যাইনি, বলেন মার্টিন।
ইইউর অ্যান্টি-কোয়ার্শন ইনস্ট্রুমেন্ট প্রসঙ্গে তিনি বলেন, এই মুহূর্তে সেটি প্রয়োগ করা কিছুটা অকাল হলেও ভবিষ্যতে প্রয়োজন হলে তা আলোচনার টেবিলে রাখা যেতে পারে।
গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের শুল্ক হুমকি ঘিরে ইউরোপ ও ওয়াশিংটনের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ছে, যা বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ইউরোপের উচিত নয় তাদের বাবাকে উস্কে দেওয়া: রাশিয়া
‘গ্রিনল্যান্ডে মার্কিন আক্রমণে সবচেয়ে সুখী মানুষ হয়ে উঠবেন পুতিন’
জাতিসংঘের বিকল্প গড়তে চান ট্রাম্প!