আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তুষারঝড়ে স্থবির যুক্তরাষ্ট্র, মৃতের সংখ্যা বেড়ে ১০

আমার দেশ অনলাইন

তুষারঝড়ে স্থবির যুক্তরাষ্ট্র, মৃতের সংখ্যা বেড়ে ১০
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভয়াবহ তুষারঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। বৈরি আবহাওয়ার কারণে টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত সারাদেশে স্কুল ও রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। ব্যাপক তুষারপাতের কারণে বাতিল হয়েছে হাজার হাজার ফ্লাইট, বিদ্যুৎবিচ্ছিন্ন লাখ লাখ গ্রাহক।

স্থানীয় সময় সোমবার সকাল পর্যন্ত পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবা। খুব জরুরি প্রয়োজন ব্যতীত জনগণকে বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

লুইসিয়ানায় হাইপোথার্মিয়ায় কমপক্ষে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া টেক্সাসে মারা গেছেন আরো একজন। নিউইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, সপ্তাহান্তে পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে তা শীতজনিত কারণে কিনা তা নিশ্চিত নয়।

যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে সিএনএন, এনবিসিসহ বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, ইলিনয়েস, ওহিও, ইন্ডিয়ানা, কানসাস, নিউজার্সি, নিউইয়র্ক, পেনসিলভেনিয়া, মিসৌরি, ওকলাহোমা, টেক্সাস, টেনেসিসহ ১৫টি অঙ্গরাজ্যের বেশিরভাগ অঞ্চল ঢেকে গেছে পুরু তুষারে। সেই সঙ্গে ক্যারোলাইনাসহ মধ্য আটলান্টিক রাজ্যগুলোতে তুষারপাতের পাশাপাশি শুরু হয়েছে বরফশীতল বৃষ্টি। শীতকালীন সতর্কতার আওতায় পড়েছেন দেশটির ১৮ কোটি ৫০ লাখ মানুষ।

রোববারের জন্য নির্ধারিত ১১ হাজারের ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে বিমান সংস্থাগুলো। এছাড়া বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন নয় লাখের বেশি গ্রাহক। এরমধ্যে দুই লাখ ৫০ হাজার টেনিসিতে।

সূত্র: জিও নিউজ/রয়টার্স

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...