উত্তর আটলান্টিক মহাসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে আটক একটি ট্যাঙ্কারের দুই রাশিয়ান ক্রু সদস্যকে মুক্তি দেওয়া হয়েছে। তারা রাশিয়ায় বাড়ি ফিরছেন বলে জানিয়েছে মস্কো।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বুধবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তিকে বলেন, ‘দুই রাশিয়ান নাবিককে মুক্তি দেওয়া হয়েছে এবং তারা রাশিয়ায় নিজ বাড়িতে ফিরছেন।’ তবে ট্যাঙ্কারটির বাকি ক্রুদের ভাগ্য এখনও স্পষ্ট নয়।
মার্কিন কর্তৃপক্ষ এই মাসের শুরুতে রাশিয়ান পতাকাবাহী ট্যাঙ্কারটি আটক করে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এটি ভেনেজুয়েলা, রাশিয়া এবং ইরানের মতো দেশ থেকে তেল বহনকারী একটি ‘ছায়া বহরের’ অংশ, যা মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে।
মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে জানিয়েছে, ট্যাঙ্কারের ক্রুদের বিরুদ্ধে মামলা হতে পারে। তবে রাশিয়া বলেছে, এটি ‘স্পষ্টতই অগ্রহণযোগ্য’ হবে। একইসঙ্গে ওয়াশিংটনের বিরুদ্ধে উত্তেজনা উস্কে দেওয়া এবং আন্তর্জাতিক জাহাজ চলাচলকে হুমকির মুখে ফেলার অভিযোগ করেছে মস্কো।
এর আগে রাশিয়া এই মাসের শুরুতে ঘোষণা করেছিল, যুক্তরাষ্ট্র দুই রাশিয়ান ক্রু সদস্যকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু গত সপ্তাহে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, সিদ্ধান্তটি তখনও কার্যকর হয়নি।
রিপোর্ট অনুযায়ী, ভেনেজুয়েলার উপকূলের কাছে তাড়া করার পর রাশিয়ান নৌবাহিনীর পাহারায় থাকা ট্যাঙ্কারটি আটক করে যুক্তরাষ্ট্র। পরে ভেনেজুয়েলার বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র যাতে এটি দখল করতে না পারে, সেজন্য ট্যাঙ্কারটিকে রাশিয়ার এখতিয়ারে আনতে নতুন পতাকা ও নতুন নাম দেওয়া হয়েছিল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ফিলিস্তিনের রক্তাক্ত সত্য ঠাঁই পেল অস্কারে
বন্দী পাওয়ার পর সুর পাল্টে যুদ্ধবিরতি নিয়ে যা বলল ইসরাইল