আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’ নিয়ে ইসরাইলের আপত্তি

আমার দেশ অনলাইন

ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’ নিয়ে ইসরাইলের আপত্তি

যুদ্ধোত্তর গাজা শাসনব্যবস্থা তদারকির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত শান্তি পর্ষদের (বোর্ড অব পিস) অধীনে গঠিত একটি প্যানেলের সদস্য তালিকা নিয়ে আপত্তি জানিয়েছে ইসরাইল।

বিজ্ঞাপন

শনিবার ইসরাইল জানায়, হোয়াইট হাউস ঘোষিত গাজা এক্সিকিউটিভ বোর্ডের সদস্য নির্বাচন নিয়ে তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা সমন্বয় করা হয়নি। তেল আবিবের দাবি, এই উদ্যোগ ইসরাইলের নীতির সঙ্গে সাংঘর্ষিক। বিশেষ করে বোর্ডে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং কাতারের একজন কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করায় অসন্তোষ প্রকাশ করেছে ইসরাইল।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, বোর্ড অব পিসের অধীন গাজা এক্সিকিউটিভ বোর্ড গঠনের ঘোষণা ইসরাইলের সঙ্গে সমন্বয়হীন এবং দেশটির নীতির পরিপন্থি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে।

এরই মধ্যে শনিবার থেকে বোর্ড অব পিস গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। মিশর, তুরস্ক, আর্জেন্টিনা ও কানাডার নেতাদের এই বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্প নিজেকে বোর্ডের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছেন এবং গাজায় অর্থনৈতিক পুনর্গঠন ও উন্নয়নের একটি পরিকল্পনা তুলে ধরছেন, যা ইতোমধ্যে বিতর্কের জন্ম দিয়েছে।

বোর্ড অব পিসে আরও অন্তর্ভুক্ত হয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং জ্যেষ্ঠ আলোচক জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। তাদের অনেকেই গাজা এক্সিকিউটিভ বোর্ডের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সূত্র: এএফপি

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন