আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফিলিস্তিনপন্থি বিক্ষোভ দমনের অভিযোগ বেটার ইউএস-এর বিরুদ্ধে

আমার দেশ অনলাইন

ফিলিস্তিনপন্থি বিক্ষোভ দমনের অভিযোগ বেটার ইউএস-এর বিরুদ্ধে
ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইসরাইলপন্থি গোষ্ঠী বেটার ইউএস-এর বিরুদ্ধে নাগরিক অধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। তদন্তে উঠে এসেছে, সংগঠনটির সদস্যরা মুসলিম, আরব ও ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের সঙ্গে হুমকি, হয়রানি ও সহিংসতামূলক আচরণে জড়িত। এমন অভিযোগের পর ইসরাইলপন্থি গোষ্ঠী বেটার ইউএস-এর সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছে নিউ ইয়র্ক প্রশাসন। তবে শর্ত ভঙ্গ করলে ইসরাইলপন্থি এই গোষ্ঠীর বিরুদ্ধে ৫০ হাজার ডলার জরিমানা ব্যবস্থা রাখা হয়েছে।

মঙ্গলবার নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমসের এক দাপ্তরিক বিবৃতিতে এমনটি জানিয়েছেন। টিআরটি ওয়ার্ল্ডের খবর।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়েছে, বেটার ইউএস বিভিন্ন সময় ফিলিস্তিনের পক্ষে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেওয়া নাগরিকদের ভয় দেখানো, শারীরিক আক্রমণের হুমকি দেওয়া এবং তাদের মতপ্রকাশের অধিকার ব্যাহত করেছে। এসব কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আইনের পরিপন্থী বলে উল্লেখ করা হয়।

জেমস বলেন, ‘নিউ ইয়র্ক এমন সংগঠনগুলিকে সহ্য করবে না যারা ভয়, সহিংসতা এবং ভীতি প্রদর্শনের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতায় বাধা দেয়।’

সমঝোতার শর্ত অনুযায়ী, বেটার ইউএস-কে ভবিষ্যতে যেকোনো ধরনের হুমকি, ভয়ভীতি প্রদর্শন ও সহিংস আচরণ বন্ধ করতে হবে। একই সঙ্গে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকারকে সম্মান করার প্রতিশ্রুতি দিতে হয়েছে সংগঠনটিকে। শর্ত লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে আর্থিক জরিমানাসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

নাগরিক অধিকার সংগঠনগুলো এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছে। তাদের মতে, মুসলিম ও ফিলিস্তিনপন্থী জনগোষ্ঠীর বিরুদ্ধে বিদ্বেষমূলক আচরণ বন্ধে এটি একটি ইতিবাচক অগ্রগতি। তবে তারা সতর্ক করে বলেন, শুধু সমঝোতাই যথেষ্ট নয়, বাস্তব প্রয়োগ নিশ্চিত করাও জরুরি।

ইসরাইল-ফিলিস্তিন পরিস্থিতি ঘিরে যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে উত্তেজনা ও বিভাজন বাড়ছে, যার প্রভাব পড়ছে অভ্যন্তরীণ সামাজিক পরিবেশেও।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...