আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ক্ষমতার তিন মাসের মাথায় আগাম নির্বাচনের ঘোষণা তাকাইচির

আমার দেশ অনলাইন

ক্ষমতার তিন মাসের মাথায় আগাম নির্বাচনের ঘোষণা তাকাইচির
সানায়ে তাকাইচি

জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি জানিয়েছেন, তিনি আগামী শুক্রবার পার্লামেন্ট ভেঙে দিয়ে একটি আগাম সাধারণ নির্বাচনের ডাক দেবেন। তার ব্যয় পরিকল্পনা ও অন্যান্য নীতির পক্ষে ভোটারদের সরাসরি সমর্থন আদায় করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর রয়টার্সের

সোমবার (১৯ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, ‘আজ প্রধানমন্ত্রী হিসেবে আমি ২৩ জানুয়ারি নিম্নকক্ষ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাসের মাথায় এই আগাম নির্বাচনের ঘোষণা দিলেন তিনি।

বিজ্ঞাপন

এই আকস্মিক ভোটে সংসদের নিম্নকক্ষের সব ৪৬৫টি আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই হবে তাকাইচির প্রথম বড় নির্বাচনী পরীক্ষা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগাম নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির ওপর নিজের দখল আরও মজবুত করতে চান তাকাইচি। একই সঙ্গে জোট সরকারের ভঙ্গুর সংখ্যাগরিষ্ঠতাকে শক্তিশালী করাও তার লক্ষ্য।

এই নির্বাচন এমন এক সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যখন জাপানে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় সাধারণ মানুষের প্রধান উদ্বেগের কারণ হয়ে উঠেছে। গত সপ্তাহে রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম এনএইচকে প্রকাশিত এক জরিপে দেখা যায়, ৪৫ শতাংশ উত্তরদাতা মূল্যবৃদ্ধিকে দেশের সবচেয়ে বড় সমস্যা হিসেবে উল্লেখ করেছেন। এর পরেই রয়েছে কূটনীতি ও জাতীয় নিরাপত্তা, যা উল্লেখ করেছেন ১৬ শতাংশ উত্তরদাতা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন