আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে এক সপ্তাহে যুক্তরাজ্যে ৯০০ অভিবাসী

আমার দেশ অনলাইন

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে এক সপ্তাহে যুক্তরাজ্যে ৯০০ অভিবাসী
ছবি: মিডল ইস্ট মনিটর

এক সপ্তাহে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন ৯০১ জন অভিবাসী। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ১৪ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ১৪টি ছোট নৌকায় করে তারা যুক্তরাজ্যে পৌঁছান। খবর মিডল ইস্ট মনিটরের।

গত ৫ জানুয়ারি একটি ছোট নৌকায় ৩২ জন যুক্তরাজ্যে পৌঁছান, যা নতুন বছরের প্রথম ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার ঘটনা।

বিজ্ঞাপন

এদিকে গত শনিবার পাঁচটি ছোট নৌকায় ৩১৭ জন ইংলিশ চ্যানেল পাড়ি দেন, যা ২০২৬ সালে এক দিনে সর্বোচ্চ।

২০২৫ সালে ছোট নৌকায় করে মোট ৪১ হাজার ৪৭২ জন অভিবাসী ইংলিশ চ্যানেল পাড়ি দেন, যা ২০২৪ সালের তুলনায় প্রায় ৫০০০ বেশি। অবৈধ অভিবাসন রোধে যুক্তরাজ্য সরকারের নেওয়া পদক্ষেপ সত্ত্বেও ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার এই সংখ্যা বাড়ছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...