আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইউক্রেনে এক সপ্তাহের জন্য হামলা বন্ধ করছেন পুতিন: ট্রাম্প

আমার দেশ অনলাইন

ইউক্রেনে এক সপ্তাহের জন্য হামলা বন্ধ করছেন পুতিন: ট্রাম্প
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এক সপ্তাহের জন্য ইউক্রেনের কিয়েভ ও অন্যান্য অঞ্চলে আক্রমণ চালাবে না রাশিয়া। ট্রাম্প দাবি করেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘ব্যক্তিগতভাবে অনুরোধ’ করার পর এ সিদ্ধান্ত নেন।

বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট পুতিনকে এক সপ্তাহের জন্য কিয়েভ এবং অন্যান্য শহরে হামলা না চালানোর জন্য অনুরোধ করেছি। পুতিন এতে রাজি হয়েছেন। আমরা এ সিদ্ধান্তে খুব খুশি।’

বিজ্ঞাপন

আগের দিন বুধবার ইউক্রেনের জনৈক এমপি অ্যালেক্সেই গোনচারেঙ্কো সংবাদমাধ্যমের কাছে দাবি করেছিলেন, ইউক্রেনের বিদ্যুৎ খাতে হামলা বন্ধের ব্যাপারে কিয়েভ ও মস্কোর মধ্যে সমঝোতা হয়েছে। বৃহস্পতিবার ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের কয়েক ঘণ্টা আগে রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভের সঙ্গে যোগাযোগ করেছিলেন সাংবাদিকেরা। তবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...