ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জোট সরকারের মিত্র এক সংসদ সদস্য শুক্রবার ১৬ বছরের নিচের শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার একটি বিল প্রস্তাব করেছেন। কিশোর বয়সিদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে বৈশ্বিক বিতর্কের প্রেক্ষাপটে মেটা, ইউটিউব ও এক্সের মতো প্ল্যাটফর্মের জন্য গুরুত্বপূর্ণ বিশ্বের সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া বাজার ভারতে এই প্রস্তাব এলো ।
সংসদ সদস্য এল এস কে দেবরায়ালু রয়টার্সকে বলেন, “আমাদের সন্তানেরা কেবল সামাজিক মাধ্যমে আসক্ত নয়, ভারতের তথ্যও বৈদেশিক প্ল্যাটফর্মের জন্য বিশ্বের সবচেয়ে বড় উৎস। এই তথ্য ব্যবহার করে কোম্পানিগুলো উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) তৈরি করছে, ভারতীয় ব্যবহারকারীদের বিনা মূল্যে তথ্য সরবরাহকারী হিসেবে ব্যবহার করছে, কিন্তু কৌশলগত ও অর্থনৈতিক সুবিধা অন্যত্র যাচ্ছে।”
দেবরায়ালুর ১৫ পৃষ্ঠার ‘সোশ্যাল মিডিয়া (বয়স সীমা এবং অনলাইন নিরাপত্তা) বিল’ অনুযায়ী, ১৬ বছরের নিচের কেউ সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট তৈরি, ব্যবহার বা বজায় রাখতে পারবে না। যদি কেউ এ ধরনের অ্যাকাউন্ট রাখে, তা নিষ্ক্রিয় করা হবে। তিনি বলেন, “ব্যবহারকারীর বয়স যাচাই করার সম্পূর্ণ দায়িত্ব সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মের ওপর থাকা উচিত।”
ভারত বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন বাজার, যেখানে ৭৫০ মিলিয়ন স্মার্টফোন ডিভাইস এবং এক বিলিয়ন ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে। দেশের কোনো ন্যূনতম বয়সের সীমা সামাজিক মাধ্যম ব্যবহারের জন্য নির্ধারিত নয়।
দেবরায়ালু বলেন, বিল প্রাইভেট মেম্বারস বিল হিসেবে সংসদে আনা হয়েছে, যা কেন্দ্রীয় মন্ত্রী দ্বারা প্রস্তাবিত নয়। তবে এমন বিল সাধারণত সংসদে বিতর্ক সৃষ্টি করে এবং আইন প্রণয়নের ওপর প্রভাব ফেলে।
এদিকে, অন্যান্য দেশও অনুরূপ পদক্ষেপ নিয়েছে। অস্ট্রেলিয়া ১৬ বছরের নিচের শিশুদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করেছে, ফ্রান্স ১৫ বছরের নিচের কিশোরদের জন্য বন্ধের প্রস্তাব সমর্থন করেছে আর ব্রিটেন, ডেনমার্ক ও গ্রিস বিষয়টি অধ্যয়ন করছে।
মেটা, ইউটিউব-মাতৃ প্রতিষ্ঠান আলফাবেট এবং এক্স ভারতের এই বিল নিয়ে এখন পর্যন্ত মন্তব্য করেনি। মেটা জানিয়েছে, তারা অভিভাবক পর্যবেক্ষণ আইনকে সমর্থন করে, তবে “সরকার যদি নিষেধাজ্ঞা বিবেচনা করে, তা কিশোরদের অরক্ষিত ও অরিয়ালেটেড সাইটের দিকে ধাবিত করা উচিত নয়।”
দেবরায়ালু তেলুগু দেশম পার্টির সদস্য, যা দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্য শাসন করে এবং মোদির জোট সরকারের জন্য গুরুত্বপূর্ণ।
সূত্র: রয়টার্স
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

