ভারতশাসিত কাশ্মীরের দোদা জেলায় বৃহস্পতিবার এক সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর অন্তত ১০ সদস্য নিহত এবং আরো ১০ জন আহত হয়েছে। দুর্ঘটনার সময় সেনাদের বহনকারী বুলেটপ্রুফ ক্যাসপির যানটি গভীর খাদে পড়ে যায় বলে জানিয়েছেন কর্মকর্তারা।
এনডিটিভির প্রতিবেদনে এসেছে, সেনা যানটি একটি অভিযানের উদ্দেশ্যে ভাদেরওয়াহ–চাম্বা আন্তঃরাজ্য সড়ক দিয়ে যাচ্ছিল। দোদার খান্নি টপ এলাকায় দুর্গম ও পাহাড়ি পথে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যানটি খাদে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়।
জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নিহত সেনাদের মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার কথা জানান। তিনি বলেন, আহত ১০ সেনাকে হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কোরও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানায়, খারাপ আবহাওয়া ও বিপজ্জনক ভূপ্রকৃতির কারণে এই দুর্ঘটনা ঘটে। এতে একাধিক হতাহতের ঘটনা ঘটেছে।
এদিকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী পৃথক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


চালু হলো ট্রাম্পের ‘শান্তি বোর্ড’, জাতিসংঘের প্রতিদ্বন্দ্বী হওয়ার আশঙ্কা
ভারতের উচিত তার সংখ্যালঘুদের যত্ন নেওয়া