গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরু করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। বুধবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এ ঘোষণা দেন। তিনি জানান, দ্বিতীয় ধাপে মনোযোগ দেওয়া হবে নিরস্ত্রীকরণ, টেকনোক্র্যাটিক শাসন এবং পুনর্গঠনের প্রতি। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আশা করে, হামাস চুক্তির অধীনে তার বাধ্যবাধকতাগুলো সম্পূর্ণরূপে মেনে চলবে, যার মধ্যে রয়েছে ইসরাইলি জিম্মিদের সব লাশ হস্তান্তর। এ কাজ করতে ব্যর্থ হলে গুরুতর পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন উইটকফ।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু করে দুই বছরের মধ্যে ইসরাইল গাজায় ৭০ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে।
গত তিন মাস ধরে উপত্যকায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে। পরিকল্পনার প্রথম ধাপে ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ে ইসরাইলি জিম্মিদের মুক্তি দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল।
তুরস্ক, মিশর ও কাতারকে তাদের মধ্যস্থতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, সবার প্রচেষ্টায় আজ পর্যন্ত সব অগ্রগতি সম্ভব হয়েছে। ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার প্রতি ফিলিস্তিনিদের সমর্থনকে স্বাগত জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
আরএ/এসআই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ইরানে বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড বন্ধ হয়েছে, দাবি ট্রাম্পের