ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ইউরোপের বিভিন্ন দেশ তাদের নাগরিকদের জরুরি ভিত্তিতে ইরান ত্যাগ করার নির্দেশ দিয়েছে। ইতালি, পোল্যান্ড, জার্মানি ও স্পেন বুধবার এ সংক্রান্ত সতর্কতা জারি করেছে। খবর আনাদোলুর ।
ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ইরানে প্রায় ৬০০ ইতালীয় নাগরিক অবস্থান করছেন, যাদের অধিকাংশ তেহরানে রয়েছেন। এক বিবৃতিতে রোম কর্তৃপক্ষ ইরানে থাকা ইতালীয়দের দ্রুত দেশ ত্যাগের আহ্বান পুনর্ব্যক্ত করেছে।
পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানে ভ্রমণের বিরুদ্ধে সতর্কতা জারি করেছে।একই সঙ্গে জার্মানি তার নাগরিকদের ইরান সফর থেকে বিরত থাকতে এবং যারা ইতিমধ্যে সেখানে অবস্থান করছেন, তাদের দ্রুত দেশ ছাড়ার পরামর্শ দিয়েছে। তেহরানে অবস্থিত জার্মান দূতাবাস সতর্ক করে জানিয়েছে, সেখানে যথাযথ গ্রেপ্তারের ঝুঁকি রয়েছে।
স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক ভ্রমণ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইরান ও আশপাশের অঞ্চলের অত্যন্ত অস্থিতিশীল পরিস্থিতির কারণে দেশটিতে ভ্রমণ কঠোরভাবে নিরুৎসাহিত করা হচ্ছে এবং ইরানে থাকা স্প্যানিয়ার্ডদের উপলব্ধ উপায়ে দেশ ত্যাগ করার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, ইরানি মুদ্রা রিয়ালের তীব্র অবমূল্যায়ন ও অর্থনৈতিক অবস্থার অবনতির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারে বিক্ষোভ শুরু হয়, যা পরবর্তীতে দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। এই প্রেক্ষাপটে সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

