আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রথম ধাপই বাস্তবায়ন হয়নি, দ্বিতীয় যুদ্ধবিরতিতে আশাবাদী নন ফিলিস্তিনিরা

আমার দেশ অনলাইন

প্রথম ধাপই বাস্তবায়ন হয়নি, দ্বিতীয় যুদ্ধবিরতিতে আশাবাদী নন ফিলিস্তিনিরা
ছবি: সংগৃহীত।

গাজা শহরের ফিলিস্তিনিরা বলছেন যে তারা সম্প্রতি ঘোষিত দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা সম্পর্কে তারা খুব একটা আশাবাদী নন, কেননা প্রথম পর্যায়ের অনেক প্রতিশ্রুতি এখনো পূরণ হয়নি।

বিজ্ঞাপন

আলজাজিরাকে একজন ফিলিস্তিনি বাসিন্দা বলেছেন, ‘এটা এমন যেন আমরা এখনো প্রথম পর্যায়ে আছি। ক্রসিংগুলি খোলার কথা ছিল, দাম কমার কথা ছিল এবং ইসরাইলি আক্রমণ বন্ধ হওয়ার কথা ছিল। আমরা দক্ষিণ থেকে উপতক্যার উত্তরে চলে যাওয়া ছাড়া আর কিছুই পরিবর্তন হয়নি।

অন্য একজন মহিলা বলেন, ‘গাজার পরিস্থিতি এখনো অপরিবর্তিত রয়ে গেছে, তিনি বলেন, ‘আসুন আমরা দ্বিতীয় ধাপে স্থানান্তরের ঘোষণা দেওয়ার আগে প্রথম ধাপটি সঠিকভাবে সম্পন্ন করি।’

আরেকজন ব্যক্তি বলেন যে তিনি ‘আশাবাদী নন’ কারণ প্রথম পর্যায়ের প্রতিশ্রুতি পূরণ হয়নি। তিনি বলেন, ‘সাহায্য ও খাবার পৌঁছায়নি, এবং প্রয়োজন অনুযায়ী যুদ্ধবিরতি বাস্তবায়িত হয়নি।’ বোমাবর্ষণ ও হত্যাকাণ্ড অব্যাহত থাকায়, আমরা আশ্রয় এমনকি তাঁবুও খুঁজে পাচ্ছি না।"

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন