আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু ইরানের আকাশপথ

আমার দেশ অনলাইন

পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু ইরানের আকাশপথ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সামরিক উত্তেজনার আশঙ্কায় প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ইরান তার আকাশপথ পুনরায় খুলে দিয়েছে। এই সাময়িক বন্ধের কারণে কয়েকটি এয়ারলাইন ফ্লাইট বাতিল, রুট পরিবর্তন বা বিলম্ব করতে বাধ্য হয়।

বিজ্ঞাপন

মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) ওয়েবসাইটে প্রকাশিত নোটিশ অনুযায়ী, বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে ইরান সব ধরনের ফ্লাইটের জন্য আকাশপথ বন্ধ ঘোষণা করে। তবে সরকারি অনুমোদিত আন্তর্জাতিক ফ্লাইটগুলো দেশটির ভেতরে আসা-যাওয়ার অনুমতি পায়।

ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, রাত ১০টার কিছু আগে (ইটি), অর্থাৎ ০৩০০ জিএমটিতে এই নোটিস প্রত্যাহার করা হয়। এরপর ইরানি এয়ারলাইন মাহান এয়ার, ইয়াজদ এয়ারওয়েজ এবং এভিএ এয়ারলাইনসের মোট পাঁচটি ফ্লাইট পুনরায় দেশটির আকাশপথ ব্যবহার করে চলাচল শুরু করে।

মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই সাময়িক আকাশপথ বন্ধ ও পুনরায় চালু হওয়ার ঘটনা আন্তর্জাতিক বিমান চলাচলে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

সূত্র: রয়টার্স

এসআর/এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন