আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মার্কিন রণতরির কাছে সামরিক মহড়া চালানোর ঘোষণা ইরানের

আমার দেশ অনলাইন

মার্কিন রণতরির কাছে সামরিক মহড়া চালানোর ঘোষণা ইরানের
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যেই রোববার হরমুজ প্রণালিতে সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে ইরান। সরাসরি গুলিবর্ষণসহ দুই দিনব্যাপী এ নৌ মহড়া চলবে। ইরানের এ ঘোষণার পর মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) তেহরানকে কঠোর হুঁশিয়ারি প্রদান করেছে।

ওয়াশিংটন জানিয়েছে, মার্কিন যুদ্ধজাহাজের ওপর দিয়ে ইরানি ড্রোন বা বিমানের উড্ডয়ন কিংবা দ্রুতগামী ইরানি স্পিডবোটের মাধ্যমে সংঘর্ষের উসকানি দেওয়ার মতো যে কোনো ‘অনিরাপদ’ কর্মকাণ্ড তারা কোনোভাবেই সহ্য করবে না।

বিজ্ঞাপন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন, তার দেশ একটি ‘ন্যায্য ও সঠিক’ আলোচনার জন্য প্রস্তুত। তবে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রধান দাবিগুলো সরাসরি প্রত্যাখ্যান করে স্পষ্ট করে দিয়েছেন যে ইরানের প্রতিরক্ষা কৌশল এবং মিসাইল বা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে কোনো অবস্থাতেই কোনো সমঝোতা হবে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন