আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাকিস্তানে বন্দুকধারীর গুলিতে একই পরিবারের ৬ জন নিহত

আমার দেশ অনলাইন

পাকিস্তানে বন্দুকধারীর গুলিতে একই পরিবারের ৬ জন নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কারাক জেলায় পারিবারিক বিরোধের জেরে গুলির ঘটনায় একই পরিবারের ছয় সদস্য নিহত হয়েছেন। রোববার (১৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ডন।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, পারিবারিক কলহের পর সন্দেহভাজন ব্যক্তি পরিবারের সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুই নারী ও দুই কন্যাশিশু রয়েছে।

নিহতরা হলেন সন্দেহভাজনের দুই সহোদর ভাই, তার ভাবি, স্ত্রী ও কন্যা।

ঘটনার পর গ্রেপ্তার এড়াতে সন্দেহভাজন ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপরও গুলি চালায় বলে পুলিশ জানায়। স্থানীয় পুলিশের মুখপাত্র শওকত খান জানান, “দ্রুত অভিযান চালিয়ে পুলিশ ঘটনাস্থলের কাছ থেকেই সন্দেহভাজনকে গ্রেপ্তার করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।”

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...