আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দেশজুড়ে বাড়ছে নারী নির্যাতনের ঘটনা, ১০ মাসে ১৯ হাজার মামলা

মাহমুদা ডলি

দেশজুড়ে বাড়ছে নারী নির্যাতনের ঘটনা, ১০ মাসে ১৯ হাজার মামলা
ছবি: সংগৃহীত

সামাজিক অস্থিরতায় দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বাড়ছে। তার মধ্যে কিছু কিছু নির্যাতনের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হলেও বহু ঘটনাই নানা কারণে ধামাচাপা পড়ে যায়। গত বছর প্রতি মাসে গড়ে ১৪৪০ থেকে ২০৯৭টি অভিযোগ থানায় রেকর্ড করা হয়েছে। অভিযোগ রয়েছে, লোকলজ্জা, প্রভাবশালীদের হুমকি ও ভিডিও ছড়িয়ে দিয়ে সামাজিকভাবে হেনস্তা করা হতে পারেÑএ ভয়ে অনেকেই মামলা করতে আগ্রহী হন না।

তবে এ বিষয়ে ভিন্ন কথা বলছে পুলিশ সদর দপ্তর। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) শাহাদাত হোসাইন আমার দেশকে বলেন, মামলাগুলোর ৮০ শতাংশই পারিবারিক সহিংসতার মামলা। এছাড়াও যৌতুক, ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগের অনেক মামলা রয়েছে থানায়; কিছু কিছু স্থানীয়ভাবেও মীমাংসা হয়ে যায়। তবে পুলিশের সক্রিয়তায় মিথ্যা মামলা কমানো যায়। আর সামাজিক অস্থিরতায় যে নারী নির্যাতনের ঘটনাগুলো ঘটছে, ওইসব অপরাধ দমনে পুলিশ ব্যাপক তৎপর রয়েছে।

বিজ্ঞাপন

বিভিন্ন জরিপে দেখা যায়, নারী নির্যাতনের ধরন পাল্টেছে, দেখা দিয়েছে নতুন উপসর্গ। সারা বিশ্বে বাড়ছে নারীবিদ্বেষী প্রচার-প্রচারণা। চলছে পশ্চাৎপদ রক্ষণশীল কায়দায় নারীদের পেছনের দিকে নিয়ে যাওয়ার পরিকল্পিত অপপ্রয়াস। দ্রুততার সঙ্গে বাড়ছে সাইবার সহিংসতাও। নানা ডিভাইসের মাধ্যমে সংবেদনশীল ব্যক্তিগত ছবি বা অযাচিত অন্তরঙ্গ মেসেজের মাধ্যমে বাড়ছে নারী নির্যাতন।

বিবিএস এবং ইউএনএফপিএ প্রকাশিত জরিপে প্রথমবারের মতো প্রযুক্তিনির্ভর সহিংসতার তথ্যচিত্র প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, উদ্বেগজনকভাবে বাড়ছে এ ধরনের সহিংসতা। ৮.৩ শতাংশ নারী ও কন্যাশিশু কোনো না কোনো ধরনের জেন্ডারভিত্তিক সাইবার সহিংসতার শিকার। কখনো যৌন প্রতারণা, সুনাম নষ্ট করার অপচেষ্টা, মিথ্যা অপবাদ দিয়ে নিয়ন্ত্রণের চেষ্টাসহ নতুন নতুন সাইবার প্রযুক্তির মাধ্যমে নারী ও কন্যাশিশুরা চরম নিগ্রহ আর অপমানের শিকার হচ্ছে। ভার্চুয়াল জগতের এসব ঘটনা নারী ও কন্যাশিশুর বাস্তব জীবনকে ক্ষতিগ্রস্ত করছে এবং অগ্রগতি ব্যাহত করছে।

বিভাগীয় পর্যায়ের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ নিয়ে বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে একজন ডিআইজি আমার দেশকে বলেছেন, নানা অস্থিরতার কারণে নারী নির্যাতনের ঘটনা ঘটছে। অপরাধের লাগাম টেনে ধরতে পুলিশকে আরো সক্রিয় হতে হবে। আইনি প্রক্রিয়ায় প্রতিটি ঘটনার মামলা নিয়ে অপরাধীকে গ্রেপ্তার করলে নারীর প্রতি সহিংসতা কমবে।

পুলিশ সদর দপ্তর থেকে বলা হয়েছে, প্রতিটি ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেউ আইনের ঊর্ধ্বে নন। মামলা তদন্ত করে আদালতে অভিযোগ দাখিল করা হচ্ছে।

পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, ২০২৫ সালের জানুয়ারিতে সারা দেশে এক হাজার ৪৪০টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে রাজধানীতে ১২৭টি ঘটনা রেকর্ড করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটনে ২৬টি ঘটনা, খুলনা মেট্রোপলিটনে ১৯, রাজশাহী মেট্রোপলিটনে ১২, বরিশাল মেট্রোপলিটনে ১৪, সিলেট মেট্রোপলিটনে ৭, রংপুর মেট্রোপলিটনে ৪ এবং গাজীপুর মেট্রোপলিটনে ২৫টি ঘটনা ঘটেছে। বিভাগভিত্তিক গত জানুয়ারিতে ঢাকা বিভাগে ২২৯, ময়মনসিংহ বিভাগে ৮৫, চট্টগ্রাম বিভাগে ১৯১, সিলেট বিভাগে ৫৬, খুলনা বিভাগে ১৫৩, বরিশাল বিভাগে ৯৮, রাজশাহী বিভাগে ২ এবং রংপুর বিভাগে ১৯৪টি ঘটনা রেকর্ড করা হয়েছে।

গত বছরের ফেব্রুয়ারিতে দেশে এক হাজার ৪৩০টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা রেকর্ড করা হয়েছে। তার মধ্যে রাজধানীতে ১৪২, চট্টগ্রাম মেট্রোপলিটনে ২৩, খুলনা মেট্রোপলিটনে ৭, রাজশাহী মেট্রোপলিটনে ৬, বরিশাল মেট্রোপলিটনে ১৭, সিলেট মেট্রোপলিটনে ৫, রংপুর মেট্রোপলিটনে ১০, গাজীপুর মেট্রোপলিটনে ২০টি ঘটনা পুলিশের তালিকায় রেকর্ড করা হয়েছে।

সারা দেশে গত বছরের মার্চে দুই হাজার ৫৪টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে রাজধানীতে ১৬২, চট্টগ্রাম মেট্রোপলিটনে ৪৬, খুলনা মেট্রোপলিটনে ১৪, রাজশাহী মেট্রোপলিটনে ১৯, বরিশাল মেট্রোপলিটনে ২৪, সিলেট মেট্রোপলিটনে ১৪, রংপুর মেট্রোপলিটনে ১০ এবং গাজীপুর মেট্রোপলিটনে ৪১টি ঘটনা রয়েছে।

গত বছরের এপ্রিলে সারা দেশে দুই হাজার ৮৯টি নারী ও শিশু নির্যাতনের মামলা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে রাজধানীতে ১৯১ ঘটনা, চট্টগ্রাম মেট্রোপলিটনে ৫১, খুলনা মেট্রোপলিটনে ১৫, রাজশাহী মেট্রোপলিটনে ২১, বরিশাল মেট্রোপলিটনে ২৭, সিলেট মেট্রোপলিটনে ১১, রংপুর মেট্রোপলিটনে ১৬, গাজীপুর মেট্রোপলিটনে ৩৩ ঘটনা ঘটেছে।

সারা দেশে গত মে মাসে দুই হাজার ৮৭টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। তার মধ্যে ঢাকা মেট্রোপলিটন এলাকায় ১৮৩, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় ৪৭, খুলনা মেট্রোপলিটন এলাকায় ১৫, রাজশাহী মেট্রোপলিটন এলাকায় ১২, বরিশাল মেট্রোপলিটন এলাকায় ২৭, সিলেট মেট্রোপলিটনে ১২, রংপুর মেট্রোপলিটনে ১২ এবং গাজীপুর মেট্রোপলিটনে ৩৩টি ঘটনা রেকর্ড করা হয়েছে।

পরবর্তী মাস জুনে সারা দেশে এক হাজার ৯৩৩টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে রাজধানীতে ১৬৮, চট্টগ্রাম মেট্রোপলিটনে ৩৪, খুলনা মেট্রোপলিটনে ১৪, রাজশাহী মেট্রোপলিটনে ১৯, বরিশাল মেট্রোপলিটনে ১৫, সিলেট মেট্রোপলিটনে ১২, রংপুর মেট্রোপলিটনে ১১ এবং গাজীপুর মেট্রোপলিটনে ২৪টি ঘটনা ঘটেছে।

এরপর জুলাইয়ে দুই হাজার ৯৭, আগস্টে এক হাজার ৯০৪, সেপ্টেম্বরে এক হাজার ৯২৮ এবং অক্টোবরে এক হাজার ৯৮৫টি নারী ও শিশু নির্যাতনের মামলা রেকর্ড করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, অনেকেই লোকলজ্জা, প্রভাবশালীদের হুমকি ও ভিডিও ছড়িয়ে দিয়ে হেনস্তা করা হতে পারেÑএই ভয়ে মামলা করেন না। ফলে ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন ভুক্তভোগী ও তার পরিবার।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি তালেবুর রহমান জানান, নারী ও শিশু নির্যাতনের প্রত্যেকটি ঘটনায় নিয়মিত মামলা হচ্ছে। আসামি গ্রেপ্তার করে আইনি ব্যবস্থাও নেওয়া হচ্ছে। অপরাধী যে-ই হোক, কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন