মানবতাবোধের দৃষ্টান্ত মাসুকা
আল-আমিন
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহেরিন চৌধুরীর পর এবার সামনে এলো আরেক শিক্ষিকার মহানুভবতার চিত্র। মাসুকা বেগম নিপু নামে ওই শিক্ষিকা একই ভাবে ছাত্রদের প্রাণ বাঁচিয়ে নিজেই না ফেরার দেশে চলে গেছেন।
স্কুলের দশম শ্রেণির ছাত্র মোমিনুর বলে, ‘ম্যাডাম (মাসুকা) বাংলা মাধ্যমের ইংরেজির শিক্ষক ছিলেন। তিনি ক্লাস থ্রি থেকে দশম শ্রেণির ইংরেজির ক্লাস নিতেন। ছাত্রছাত্রীদের কাছে প্রিয় শিক্ষক ছিলেন। তিনি গাইড টিচার না হওয়ার পরও অনেকের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নিতেন।’
কান্নাজড়িত কণ্ঠে মোমিনুর গতকাল বুধবার স্কুল প্রাঙ্গণে আমার দেশকে জানায়, ‘ঘটনার দিন সে স্কুলের গেট দিয়ে বাইরে এসেছিল। এ সময় বিকট শব্দে বিমানটি স্কুলে পড়ে। যে ভবনে বিমানটি পড়ে ওই ভবনে ক্লাস নিচ্ছিলেন মাসুকা। ম্যাডাম নিজেও দগ্ধ হন। দগ্ধ অবস্থায়ও তিনি ১০-১৫ জন ছাত্রছাত্রীকে ভবনের বাইরে নিয়ে আসেন। এরপর তাকে উত্তরা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়। গত সোমবার রাতে তিনি সেখানে মারা যান।’
জানা গেছে, শিক্ষাকা মাসুকার শরীরের ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর এলাকায়। বাবার নাম সিদ্দিক আহমেদ চৌধুরী।
বিদ্যালয়ের শিক্ষক রিফাত রহমান জানান, ‘একজন আদর্শবান শিক্ষক ছিলেন মাসুকা। তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। একটি দুর্ঘটনায় সবকিছু এলোমেলো করে দিয়েছে।’
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিট থেকে লাশ গ্রহণ করেন মাসুকার বড় বোন পাঁপড়ি রহমান ও তার স্বামী আশুগঞ্জের ব্যবসায়ী খলিলুর রহমান। কোয়ান্টাম ফাউন্ডেশনে নিহতের লাশের গোসল করানো হয়।
মাসুকা বেগমের ভগ্নিপতি ব্যবসায়ী মো. খলিলুর রহমান জানান, মৃত্যুর আগে হাসপাতালে পাশের বেডে চিকিৎসাধীন আরেক শিক্ষককে মাসুকা তার মৃত্যু হলে যেন তাকে ব্রাহ্মণবাড়িয়ার সোহাগপুরে কবর দেওয়া হয়Ñএ অসিয়ত করে যান। তিন ভাইবোনের মধ্যে মাসুকা সবার ছোট ছিলেন। ছয় বছর আগে তার মা মারা যান। মা যাওয়ার পর মাসুকা বড় বোনের কাছেই থাকতেন।
আরেকজনের মৃত্যু
বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরেক শিশুর মুত্যু হয়েছে। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় নাফি (৯) নামে ওই শিশুর মৃত্যু হয়। তার শরীরে ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। মঙ্গলবার রাত সোয়া ১২টায় তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩২ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বর্তমানে ৪৪ জন দগ্ধ রোগী চিকিৎসা নিচ্ছে আর সিএমএইচে ভর্তি আছে ২১ জন। সব মিলিয়ে ঢাকার পাঁচটি হাসপাতালে বিমান দুর্ঘটনায় দগ্ধ ৬৮ জন চিকিৎসা নিচ্ছে।
তবে বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪১ জন শিক্ষার্থী চিকিৎসাধীন। এছাড়া পাঁচ শিক্ষক, একজন স্কুল স্টাফ, একজন আয়া, একজন ফাইটারম্যান, একজন পুলিশ সদস্য, ইলেকিট্রিশিয়ান একজন এবং অন্যান্য তিনজন হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।
ক্যাম্পাসে সুনসান নীরবতা
বিমান দুর্ঘটনার পর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সেই চিরচেনা রূপ আর নেই। কোলাহলপূর্ণ কাম্পাসে এখন শুধুই নীরবতা। নেই শিক্ষার্থীদের হইহুল্লোড়।
গতকাল সরেজমিন দেখা গেছে, বিদ্যালয়ের প্রধান ফটক তালাবদ্ধ। দূরে নিরাপত্তারক্ষীরা বসে আছেন। নিরাপত্তার কারণে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলেও জানান তারা। দূর-দূরান্ত থেকে স্কুল ভবনটি দেখতে আসছেন অনেকে। কেউ ছবি তুলছেন, কেউ ধারণ করছেন ভিডিও।
গোলচত্বরে পুলিশের উপস্থিতি দেখা যায়। তবে গতকাল বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের দেখা যায়নি। যেসব উৎসুক মানুষ ঘটনাস্থলে আসছেন, তারা ভেতরে প্রবেশ করতে চাইছেন। কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না। সবাই ভারাক্রান্ত মন নিয়ে এসেছেন। তবে স্কুলের কিছু শিক্ষার্থী ও অভিভাবককে গলায় আইডি কার্ড ঝুলিয়ে ভেতরে প্রবেশ করতে দেখা যায়।
হতাহতের তালিকা করতে কমিটি গঠন
হতাহতের প্রকৃত সংখ্যা নির্ণয় করে ঠিকানাসহ তালিকা প্রস্তুত করতে একটি কমিটি গঠন করেছে মাইলস্টোন স্কুল পরিচালনা কর্তৃপক্ষ। গত মঙ্গলবার এ কমিটি গঠন করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম।
৬ লাশের দাবিদার ১১ জনের ডিএনএ সংগ্রহ
এদিকে বিকৃত হয়ে যাওয়া লাশ শনাক্তে ১১টি ডিএনএ নমুনা সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার শম্পা ইয়াসমিন আমার দেশকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সম্মিলিত সামরিক হাসপাতালে থাকা ছয়টি লাশ বা দেহাবশেষ থেকে ১১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর বিপরীতে সিআইডিতে এসে এখন পর্যন্ত ১১ জন দাবিদার তাদের রক্তের নমুনা দিয়ে গেছেন। এদের মধ্যে এক পরিবারের একাধিক ব্যক্তি রয়েছেন।
সিআইডি জানিয়েছে, ল্যাবরেটরিতে ডিএনএ প্রোফাইলিং করা হবে। নিখোঁজদের পরিবারের সদস্যদের নমুনা পাওয়া গেলে সম্ভাব্য স্বল্পতম সময়ের মধ্যেই ডিএনএ ম্যাচিংয়ের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হবে।
সন্তানদের বিষয়ে তথ্য গোপন করার ইচ্ছা নেই : আইএসপিআর
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় কোনো তথ্য গোপন করার ইচ্ছা বা প্রয়াস সেনাবাহিনীর নেই বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। গতকাল আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দুর্ঘটনায় মৃতের সংখ্যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক গুজব ছড়ানো হচ্ছে। অনেকেই না বুঝে এসব গুজবে বিশ্বাস করছেন। ঘটনার পরপরই কোনো পূর্ব নির্দেশনা ছাড়াই সেনাবাহিনী সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে দ্রুত সাড়া দিয়েছে, যেমনটি সবসময় করে। এ বিষয়ে কোনো তথ্য গোপন করার ইচ্ছা বা প্রয়াস আমাদের নেই। আইএসপিআরের টিমসহ আমি নিজে সরাসরি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম।
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহেরিন চৌধুরীর পর এবার সামনে এলো আরেক শিক্ষিকার মহানুভবতার চিত্র। মাসুকা বেগম নিপু নামে ওই শিক্ষিকা একই ভাবে ছাত্রদের প্রাণ বাঁচিয়ে নিজেই না ফেরার দেশে চলে গেছেন।
স্কুলের দশম শ্রেণির ছাত্র মোমিনুর বলে, ‘ম্যাডাম (মাসুকা) বাংলা মাধ্যমের ইংরেজির শিক্ষক ছিলেন। তিনি ক্লাস থ্রি থেকে দশম শ্রেণির ইংরেজির ক্লাস নিতেন। ছাত্রছাত্রীদের কাছে প্রিয় শিক্ষক ছিলেন। তিনি গাইড টিচার না হওয়ার পরও অনেকের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নিতেন।’
কান্নাজড়িত কণ্ঠে মোমিনুর গতকাল বুধবার স্কুল প্রাঙ্গণে আমার দেশকে জানায়, ‘ঘটনার দিন সে স্কুলের গেট দিয়ে বাইরে এসেছিল। এ সময় বিকট শব্দে বিমানটি স্কুলে পড়ে। যে ভবনে বিমানটি পড়ে ওই ভবনে ক্লাস নিচ্ছিলেন মাসুকা। ম্যাডাম নিজেও দগ্ধ হন। দগ্ধ অবস্থায়ও তিনি ১০-১৫ জন ছাত্রছাত্রীকে ভবনের বাইরে নিয়ে আসেন। এরপর তাকে উত্তরা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়। গত সোমবার রাতে তিনি সেখানে মারা যান।’
জানা গেছে, শিক্ষাকা মাসুকার শরীরের ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর এলাকায়। বাবার নাম সিদ্দিক আহমেদ চৌধুরী।
বিদ্যালয়ের শিক্ষক রিফাত রহমান জানান, ‘একজন আদর্শবান শিক্ষক ছিলেন মাসুকা। তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। একটি দুর্ঘটনায় সবকিছু এলোমেলো করে দিয়েছে।’
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিট থেকে লাশ গ্রহণ করেন মাসুকার বড় বোন পাঁপড়ি রহমান ও তার স্বামী আশুগঞ্জের ব্যবসায়ী খলিলুর রহমান। কোয়ান্টাম ফাউন্ডেশনে নিহতের লাশের গোসল করানো হয়।
মাসুকা বেগমের ভগ্নিপতি ব্যবসায়ী মো. খলিলুর রহমান জানান, মৃত্যুর আগে হাসপাতালে পাশের বেডে চিকিৎসাধীন আরেক শিক্ষককে মাসুকা তার মৃত্যু হলে যেন তাকে ব্রাহ্মণবাড়িয়ার সোহাগপুরে কবর দেওয়া হয়Ñএ অসিয়ত করে যান। তিন ভাইবোনের মধ্যে মাসুকা সবার ছোট ছিলেন। ছয় বছর আগে তার মা মারা যান। মা যাওয়ার পর মাসুকা বড় বোনের কাছেই থাকতেন।
আরেকজনের মৃত্যু
বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরেক শিশুর মুত্যু হয়েছে। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় নাফি (৯) নামে ওই শিশুর মৃত্যু হয়। তার শরীরে ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। মঙ্গলবার রাত সোয়া ১২টায় তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩২ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বর্তমানে ৪৪ জন দগ্ধ রোগী চিকিৎসা নিচ্ছে আর সিএমএইচে ভর্তি আছে ২১ জন। সব মিলিয়ে ঢাকার পাঁচটি হাসপাতালে বিমান দুর্ঘটনায় দগ্ধ ৬৮ জন চিকিৎসা নিচ্ছে।
তবে বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪১ জন শিক্ষার্থী চিকিৎসাধীন। এছাড়া পাঁচ শিক্ষক, একজন স্কুল স্টাফ, একজন আয়া, একজন ফাইটারম্যান, একজন পুলিশ সদস্য, ইলেকিট্রিশিয়ান একজন এবং অন্যান্য তিনজন হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।
ক্যাম্পাসে সুনসান নীরবতা
বিমান দুর্ঘটনার পর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সেই চিরচেনা রূপ আর নেই। কোলাহলপূর্ণ কাম্পাসে এখন শুধুই নীরবতা। নেই শিক্ষার্থীদের হইহুল্লোড়।
গতকাল সরেজমিন দেখা গেছে, বিদ্যালয়ের প্রধান ফটক তালাবদ্ধ। দূরে নিরাপত্তারক্ষীরা বসে আছেন। নিরাপত্তার কারণে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলেও জানান তারা। দূর-দূরান্ত থেকে স্কুল ভবনটি দেখতে আসছেন অনেকে। কেউ ছবি তুলছেন, কেউ ধারণ করছেন ভিডিও।
গোলচত্বরে পুলিশের উপস্থিতি দেখা যায়। তবে গতকাল বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের দেখা যায়নি। যেসব উৎসুক মানুষ ঘটনাস্থলে আসছেন, তারা ভেতরে প্রবেশ করতে চাইছেন। কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না। সবাই ভারাক্রান্ত মন নিয়ে এসেছেন। তবে স্কুলের কিছু শিক্ষার্থী ও অভিভাবককে গলায় আইডি কার্ড ঝুলিয়ে ভেতরে প্রবেশ করতে দেখা যায়।
হতাহতের তালিকা করতে কমিটি গঠন
হতাহতের প্রকৃত সংখ্যা নির্ণয় করে ঠিকানাসহ তালিকা প্রস্তুত করতে একটি কমিটি গঠন করেছে মাইলস্টোন স্কুল পরিচালনা কর্তৃপক্ষ। গত মঙ্গলবার এ কমিটি গঠন করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম।
৬ লাশের দাবিদার ১১ জনের ডিএনএ সংগ্রহ
এদিকে বিকৃত হয়ে যাওয়া লাশ শনাক্তে ১১টি ডিএনএ নমুনা সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার শম্পা ইয়াসমিন আমার দেশকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সম্মিলিত সামরিক হাসপাতালে থাকা ছয়টি লাশ বা দেহাবশেষ থেকে ১১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর বিপরীতে সিআইডিতে এসে এখন পর্যন্ত ১১ জন দাবিদার তাদের রক্তের নমুনা দিয়ে গেছেন। এদের মধ্যে এক পরিবারের একাধিক ব্যক্তি রয়েছেন।
সিআইডি জানিয়েছে, ল্যাবরেটরিতে ডিএনএ প্রোফাইলিং করা হবে। নিখোঁজদের পরিবারের সদস্যদের নমুনা পাওয়া গেলে সম্ভাব্য স্বল্পতম সময়ের মধ্যেই ডিএনএ ম্যাচিংয়ের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হবে।
সন্তানদের বিষয়ে তথ্য গোপন করার ইচ্ছা নেই : আইএসপিআর
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় কোনো তথ্য গোপন করার ইচ্ছা বা প্রয়াস সেনাবাহিনীর নেই বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। গতকাল আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দুর্ঘটনায় মৃতের সংখ্যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক গুজব ছড়ানো হচ্ছে। অনেকেই না বুঝে এসব গুজবে বিশ্বাস করছেন। ঘটনার পরপরই কোনো পূর্ব নির্দেশনা ছাড়াই সেনাবাহিনী সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে দ্রুত সাড়া দিয়েছে, যেমনটি সবসময় করে। এ বিষয়ে কোনো তথ্য গোপন করার ইচ্ছা বা প্রয়াস আমাদের নেই। আইএসপিআরের টিমসহ আমি নিজে সরাসরি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে বিভিন্ন মেরূকরণ। এ নির্বাচনে কোন দল ক্ষমতায় আসবে, কোন দল কার সঙ্গে সমঝোতা বা জোট করে ভোট করবেÑএসব বিষয় নিয়ে আলোচনা ও তৎপরতাও জোরদার হচ্ছে। বিশেষ করে ইসলামি দলগুলোকে নিয়ে সাধারণ ভোটারদের পাশাপাশি সংশ্লিষ্ট মহলে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে।
১০ ঘণ্টা আগেনীলের দেশখ্যাত নীলফামারী দীর্ঘদিন শোষণ করেছিল ইংরেজরা। তাদের স্থানীয় নিপীড়ক নীলকরদের অত্যাচারে অতিষ্ঠ ছিলেন উত্তরের এই জেলার চাষিরা। ২০০ বছর পর সেই নিষ্ঠুর ইতিহাসের পুনরাবৃত্তি করেন আওয়ামী ‘কসাই’খ্যাত আসাদুজ্জামান নূর।
১৪ ঘণ্টা আগেআগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় জেলা প্রশাসকদেরই (ডিসি) রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেবে নির্বাচন কমিশন (ইসি)। এ হিসেবে ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার দুজন বিভাগীয় কমিশনার এবং ৬৪ জন ডিসিসহ ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হবে।
১ দিন আগেবছরের প্রায় ১০ মাস পার হলেও মাধ্যমিক স্তরের বিনামূল্যের পাঠ্যবই ছাপানোর কাজ শুরু হয়নি। এমনকি পাঠ্যবইয়ের কনটেন্টও পুরোপুরি প্রস্তুত হয়নি; এখনো চলছে পরিবর্তন-পরিমার্জনের কাজ। এছাড়া ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের অনুমোদনও মেলেনি এখনো।
১ দিন আগে