আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নীলফামারী-৪

জামায়াতের মুনতাকিমকে ১০ দলীয় জোটের প্রার্থী ঘোষণা

জেলা প্রতিনিধি, নীলফামারী

জামায়াতের মুনতাকিমকে ১০ দলীয় জোটের প্রার্থী ঘোষণা

আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে নীলফামারী-৪ (সৈয়দপুর–কিশোরগঞ্জ) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিমকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

রোববার রাতে সৈয়দপুরে জামায়াতের নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সমাবেশে কেন্দ্রীয় জামায়াতের পক্ষে নীলফামারী জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এই ঘোষণা দেন।

বিজ্ঞাপন

প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর হাফেজ আব্দুল মুনতাকিম বলেন,
“নীলফামারী-৪ আসনের সাধারণ মানুষের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার জন্য আমি সর্বাত্মকভাবে কাজ করতে চাই। দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা নিয়ে একটি কল্যাণমূলক সমাজ গঠনে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”

জেলা আমির মাওলানা আব্দুস সাত্তার বলেন, “নীলফামারী-৪ আসনে ইসলামী মূল্যবোধ, সৎ নেতৃত্ব ও জনকল্যাণমূলক রাজনীতিকে প্রতিষ্ঠা করতেই হাফেজ আব্দুল মুনতাকিমকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।”

সমাবেশে সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলার প্রায় ৫০০ নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নীলফামারী জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, নীলফামারী-৪ আসনের প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিম, উপজেলা সেক্রেটারি মাযহারুল ইসলাম, সৈয়দপুর শহর জামায়াতের আমির শরফুদ্দিন খান, সেক্রেটারি ওয়াজেদ আলী, কিশোরগঞ্জ উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ এবং সেক্রেটারি ফেরদৌস রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির শফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি আব্দুল মোমেন, সাবেক আমির মাওলানা লুৎফর রহমান, সাবেক আমির গোলাম মোস্তফা, কিশোরগঞ্জ শ্রমিক ফেডারেশনের সভাপতি মনজুরুল ইসলাম রতনসহ সৈয়দপুর শহর, উপজেলা ও কিশোরগঞ্জ উপজেলার কর্মপরিষদ সদস্য, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সেক্রেটারি এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...