আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তেঁতুলিয়ায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ

জেলা প্রতিনিধি, পঞ্চগড়

তেঁতুলিয়ায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ

ডিসেম্বরজুড়েই সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই অবস্থানের পর বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) থেকে তাপমাত্রা এক অংকের ঘরে দাঁড়িয়েছে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে এসেছে ৮ থেকে ৯ ডিগ্রির ঘরে।

বিজ্ঞাপন

বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। এতে এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। রাস্তাঘাট, বাড়ির সামনে কিংবা চা-স্টলের পাশে খড়কুটো জ্বালিয়ে অনেকে শীত নিবারণের চেষ্টা করছেন। খড়কুটো জালিয়ে আগুনে দগ্ধ হয়ে কমপক্ষে ২১ জন মানুষ আহত হয়েছেন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের পাঁচ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করার পর এক সপ্তাহ জুড়ে তা ৮ থেকে ৯ ডিগ্রিতে নেমেছে। এলাকাজুড়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। সামনে তাপমাত্রা আরও কমতে পারে।

পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান বলেন, শীতের এই দুর্যোগে জেলা প্রশাসনের সবচেয়ে বড় দায়িত্ব হলো শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো। পঞ্চগড় জেলা প্রশাসন নিয়মিতভাবেই সেই দায়িত্ব পালন করে যাচ্ছে। এবার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে ৩০ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। এ অর্থে ৮ হাজার ৬৪০টি কম্বল ক্রয় করে জেলার পাঁচটি উপজেলার ৪৩টি ইউনিয়নে বিতরণ করা হয়েছে। এছাড়া আরও ৬৫ হাজার কম্বলের চাহিদা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। জেলার বিত্তবান মানুষের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া হয়েছে। ইতিমধ্যে সেনাবাহিনী, বিজিবিসহ বিভিন্ন এনজিও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর

খুঁজুন