আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজায় নিজেদের ত্রাণসামগ্রী আনতে পারছে না সেভ দ্য চিলড্রেন

আমার দেশ অনলাইন

গাজায় নিজেদের ত্রাণসামগ্রী আনতে পারছে না সেভ দ্য চিলড্রেন
ফাইল ছবি

যুক্তরাজ্য-ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা সেভ দ্য চিলড্রেন গত মার্চ মাস থেকে তারা গাজায় তাদের নিজস্ব ত্রাণসামগ্রী আনতে পারছে না। বিশেষত, ওই সময়ে গাজা উপত্যকায় পুরোপুরি অবরোধ আরোপ করেছিল ইসরাইল। তবে ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরিস্থিতি পরিবর্তন হওয়ার কথা থাকলেও সংস্থাটি জানিয়েছে, তারা এখনো তাদের কোনো ত্রাণ সামগ্রী গাজায় পৌঁছাতে পারছে না।

সাম্প্রতিক ঝড়ে উপত্যকাটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, এসময় তাঁবু, কম্বল এবং অন্যান্য ত্রাণসামগ্রী জরুরি প্রয়োজন থাকা সত্ত্বেও ইসরাইল ত্রাণসামগ্রীগুলো আটকে দিয়েছে।

বিজ্ঞাপন

গাজায় সেভ দ্য চিলড্রেনসের মিডিয়া ম্যানেজার শুরৌক আলজাজিরাকে বলেন, ‘জাতিসংঘের মাধ্যমে কেবলমাত্র সামান্য ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে, তবে এই পরিমাণ ত্রাণ গাজার জনগণের মৌলিক চাহিদা পূরণের জন্য যথেষ্ট নয়।

পরিচয় গোপন রেখে একজন সাহায্যকর্মী জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে আশ্রয়ের জন্য একটি জায়গা খুঁজে বের করার জন্য মরিয়া হয়ে পড়েছে গাজার ফিলিস্তিনিরা।’

শুরৌক জানিয়েছে, সংস্থাটি থেকে স্থানীয়ভাবে সংগ্রহ করা আশ্রয়কেন্দ্র সরবরাহ করা হয়েছে, কিন্তু তা চাহিদার সমুদ্রে এক ফোঁটা পানির মতো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর

খুঁজুন