আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দলের নেতা মিনারুল ইসলাম

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা মিনারুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার সন্ধ্যায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুড়িগ্রাম জেলা শাখার দপ্তরের দায়িত্বে থাকা তৌহিদুল ইসলাম তারেক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। জেলা স্বেচ্ছাসেবক দল কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক আরমান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মিনারুলকে দল থেকে বহিষ্কারাদেশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের সিদ্ধান্ত মোতাবেক নাগেশ্বরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলামকে দলীয় সকল পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হলো।

অভিযুক্ত মিনারুল নাগেশ্বরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক এবং একই সাথে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।

এর আগে শুক্রবার দুপুরে নিয়োগ পরীক্ষা শুরুর পূর্বে নাগেশ্বরী উপজেলা শহরের কাজি মার্কেটের পিছনের একটি বাসা থেকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলামসহ ছয় জনকে প্রশ্নপত্র ও ডিভাইসসহ আটক করে পুলিশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন