আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দেশে আর পতিত নির্বাচন হবে না: পররাষ্ট্র উপদেষ্টা

জেলা প্রতিনিধি, ভোলা

দেশে আর পতিত নির্বাচন হবে না: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশে আর পতিত নির্বাচন হতে দেয়া হবে না। বিগত তিনটি নির্বাচনই এই পতিত নির্বাচনের অন্তর্ভুক্ত। এ ভোটার তার মনের মত প্রার্থীকে ভোট দিতে পারবে। বাধাগ্রস্ত করতে দেয়া হবে না। একটি বিষয়ে স্পষ্ট হতে হবে, সরকার আগ্রহী হয়ে কিছু করবে না। আপনার অধিকার আপনাকেই প্রতিষ্ঠিত করতে হবে। আপনি চাইলে সরকার আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে। আগামী নির্বাচনে প্রতিনিধি নির্বাচন ও তিনটি নির্বাচনই ছিল পতিত নির্বাচন।

বিজ্ঞাপন

শনিবার ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ভোটের গাড়ি ‘ক্যারাভান’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, আগামী নির্বাচন নিয়ে অনেকের অনেক জল্পনা কল্পনা রয়েছে। কিন্তু সরকার কোন জল্পনা-কল্পনাই অংশ নেবে না। ইতিমধ্যেই মনোনয়নপত্র গ্রহণ করা হয়ে গিয়েছে। ভোট সঠিক সময় হবে। প্রচার প্রচারণায় ভোটারদের কাছে আপনারা সকলে মিলে দুটো বিষয়েই স্পষ্ট করবেন। আগামীর রাষ্ট্র পরিচালনায় কেমন লোককে আপনি নির্বাচন করছেন। অপরদিকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আপনি কি অধিকার পাচ্ছেন। এই বিষয়গুলো ব্যাপক প্রচার-প্রচারণার জন্যই আজকের এই আয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ডাক্তার শামীম রহমান, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওসার, স্থানীয় সরকার উপ-পরিচালক মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বিল্লাল হোসেন, ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, জেলা তথ্য অফিসার শাহ আব্দুর রহিম নুরুন্নবীসহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...