সদ্য নির্বাচন থেকে সরে দাঁড়ানো কুমিল্লা -৪ (দেবিদ্বার ) আসনের সংসদ সদস্য প্রার্থী সাইফুল ইসলাম শহিদকে সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির (দক্ষিনাঞ্চল) মুখ্য সংগঠন হাসনাত আবদুল্লাহ।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে সহকারী রির্টানিং কর্মকর্তা ও দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম এর নিকট এই মনোনয়নপত্র জমা দেন হাসনাত আব্দুল্লাহ।
এসময় হাসনাত আব্দুল্লাহ বলেন, দেবিদ্বারের জননন্দিত নেতা জামায়াত মনোনীত প্রার্থী ও ফ্যাসিবাদের সময়ও জনগণের ভোটে নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম শহীদ ভাই। তিনি এই জোটের জন্য ইনসাট প্রশ্নে ওনার মনোনয়ন প্রত্যাহার করে যে উদারতার পরিচয় দিয়েছেন সেটা আমাদের পরবর্তী ইনসাফের প্রতি কমিটমেন্ট, দেশের প্রতি আমাদের কমিটমেন্টের মধ্য দিয়ে ওনার এই প্রত্যাহারের প্রতি আমরা আমাদের মর্যাদা অবশ্যই রাখবো। উনি যে উদারতার পরিচয় দিয়েছেন তার জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকবো।
হাসনাত বলেন, আজ আমি একা মনোনয়ন পত্র জমা দিতে আসিনি, আমার সাথে রয়েছেন জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্য এবং জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা। আন্দোলনে আহত ও শহীদ পরিবারের অপূরণীয় আকাঙ্ক্ষা ও ক্ষতির পাশাপাশি জাতীয় যে প্রত্যাশা রয়েছে, আমাদের এই জোট এটি পূরণে কাজ করে যাবো।
এসময় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারি ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহীদ, দেবিদ্বার উপজেলা জামায়াতে আমীর অধ্যাপক শহিদুল ইসলাম, সাবেক নায়েবের আমীর গোলাম মোস্তফা সরকার (ভিপি) ও এডঃ ওয়াইদুল হক। জাতীয় নাগরিক পার্টির এনসিপি’র দেবিদ্বার উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সমন্বয়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম সমন্বয়ক সাইফুল ইসলাম শামীম, শামীম কাউছার, শহীদ সাইফুল ইসলাম তন্ময়ের বাবা সফিকুল ইসলাম রানা ও শহীদ সাব্বিরের মা রিনা আক্তার প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

