আমার দেশ প্রতিনিধি সারমাতের মৃত্যুতে কুমিল্লায় দোয়া ও শোকসভা

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ১৪: ২১

দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক আমার দেশ পত্রিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি প্রখ্যাত সাংবাদিক মাহবুব সারমাতের হঠাৎ মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে কুমিল্লা জেলার সংবাদকর্মীরা।

বিজ্ঞাপন

শনিবার সকাল ১১টায় কুমিল্লা নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স রুমে এই দোয়া ও শোকসভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত বক্তারা প্রয়াত সাংবাদিক মাহবুব সারমাতের আত্মার মাগফিরাত কামনা এবং তার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, “মাহবুব সারমাত ছিলেন একনিষ্ঠ, সাহসী ও নীতিবান সাংবাদিক, যিনি পেশার প্রতি ছিলেন অত্যন্ত দায়বদ্ধ ও নিষ্ঠাবান। তার মৃত্যুতে সাংবাদিক সমাজ একজন নিবেদিতপ্রাণ সহকর্মীকে হারালো।”

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমার দেশ কুমিল্লা জেলা প্রতিনিধি এম. হাসান, কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি আহমেদ শফি,

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, দাউদকান্দি প্রতিনিধি মোহন মিয়া, চৌদ্দগ্রাম প্রতিনিধি এমদাদ উল্লাহ, লাকসাম প্রতিনিধি জসীম উদ্দিন, নাঙ্গলকোট প্রতিনিধি মাইন উদ্দিন দুলাল, দেবিদ্বার প্রতিনিধি আবু বকর, তিতাস প্রতিনিধি জুয়েল রানা, মুরাদনগর প্রতিনিধি মাসুদ রানা, বুড়িচং প্রতিনিধি সাখাওয়াত হাফিজ, চান্দিনা প্রতিনিধি শাহজাহান সাজু, লালমাই প্রতিনিধি ইয়াকুব আলী, মনোহরগঞ্জ প্রতিনিধি গোফরান আহমেদ, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি ফারুক আহমেদ, সাংবাদিক বিল্লাল হোসেন প্রমুখ।

বক্তারা মাহবুব সারমাতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তারা তার শোকাহত পরিবারের পাশে থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভা শেষে মরহুমের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন হাফেজ সেকান্দার আলী।

মোনাজাতে অংশগ্রহণকারীরা আল্লাহর কাছে দোয়া করেন। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেন।

কুমিল্লার প্রতিনিধিদের উদ্যোগে অনুষ্ঠিত এই শোকসভা শেষে উপস্থিত সংবাদকর্মীরা বলেন, “মাহবুব সারমাত আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবেন। সত্য ও ন্যায়ের পথে তার মতো সাহসী সাংবাদিকদের আদর্শ অনুসরণ করেই আমরা এগিয়ে যেতে চাই।”

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত