কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পাতাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৫০ জন ছাত্র-ছাত্রীকে ডিম ও দুধ খাওয়ানো হয়েছে।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি আয়োজন করা হয়।
উখিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে স্কুল ফিডিং কর্মসূচির অংশ হিসেবে পাতাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ৩০০ শিক্ষার্থীকে এক গ্লাস দুধ ও একটি করে ডিম প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কাসেম, প্রধান শিক্ষক নুরুল আবছার, শিক্ষক রুনা বড়ুয়া, আইরিন বড়ুয়া, ফারজানা আক্তার সুমি, বুবলি বড়ুয়া, নাসরিন আক্তার, সুমাইয়া তাসরিন এবং শাহাবুদ্দিন।

