আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সবচেয়ে বেশি দুর্ঘটনা মোটরসাইকেলে

সিলেটে সড়ক দুর্ঘটনায় এক বছরে নিহত ৩৬৪

সিলেট ব্যুরো

সিলেটে সড়ক দুর্ঘটনায় এক বছরে নিহত ৩৬৪

সিলেট বিভাগে সদ্য বিদায়ী ২০২৫ সালে এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩৬৪ জন, ও আহত হয়েছেন ৮৭২ জন।

নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, বছরজুড়ে বিভাগে মোট ৩৫৬টি সড়ক দুর্ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন মোটরসাইকেল চালক ও আরোহী। জেলার হিসাবে সিলেট জেলায় হতাহতের সংখ্যা সবচেয়ে বেশি। উপজেলা পর্যায়ে সর্বাধিক প্রাণহানি হয়েছে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায়।

জেলা ভিত্তিক তথ্যে দেখা যায়, সিলেট জেলায় ১৫৮টি দুর্ঘটনায় ১৫৮ জন নিহত হয়েছেন। হবিগঞ্জ জেলায় ৭৩টি দুর্ঘটনায় ৭৯ জন, সুনামগঞ্জে ৬৮টি দুর্ঘটনায় ৬৭ জন এবং মৌলভীবাজারে ৫৭টি দুর্ঘটনায় ৬০ জন নিহত হন।

মঙ্গলবার সংবাদ মাধ্যমে পাঠানো নিসচার প্রতিবেদনে সড়ক ব্যবস্থাপনার দুর্বলতা, বেপরোয়া গাড়ি চালানো, ট্রাফিক আইন অমান্য, অদক্ষ ও লাইসেন্সবিহীন চালক, মোটরসাইকেলের সংখ্যা বৃদ্ধি এবং সচেতনতার অভাবকে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন