ছুটির দিনের সকালেই ৩ জেলায় ঝরলো ৯ প্রাণ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ৫৬
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ১৬

সাপ্তাহিক ছুটির দিনে সুনামগঞ্জ, রংপুর ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে, মা-ছেলে, শিক্ষার্থী ও চালকসহ প্রাণ হারিয়েছেন ৯ জন। শুক্রবার সকালে পৃথক দুর্ঘটনায় নিহতের এসব ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও ৮ জন।

এসব জেলা থেকে আমার দেশ প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনগুলো নিচে তুলে ধারা হলো-

বিজ্ঞাপন

বগুড়া: জেলার সারিয়াকান্দিতে বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত নিহত হয়েছেন তিনজন। এ ঘটনায় আহত হয়েছেন মা ও মেয়ে। শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার ফুলবাড়ি কাঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— গাইবান্ধার সাঘাটা উপজেলার কুঠিবাড়ি গ্রামের বিপুল চন্দ্র দাস (৩৮), তার ছেলে বিপ্লব চন্দ্র দাস (৫) এবং সিএনজি চালক শিবগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের শুকুর আলী (৪০)। আহত হয়েছেন বিপুলের স্ত্রী মমতা রানী ও মেয়ে রুপা মনি দাস।

সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম জানান, দুর্গাপূজার ছুটিতে পরিবার নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন বিপুল। ভোরে ঢাকা থেকে বগুড়া এসে সিএনজি অটোরিকশায় করে নারচী গ্রামের পথে ছিলেন তিনি। পথে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে সিএনজি দুমড়ে-মুচড়ে যায়।

তিনি আরও জানান, ঘটনাস্থলেই চালক শুকুর আলী নিহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে বিপুল চন্দ্র দাস ও তার ছেলে বিপ্লব চন্দ্র দাস মারা যান। বর্তমানে আহত মমতা রানী ও রুপা মনি দাস হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।

রংপুর: রংপুরে বালুবাহী ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন নিহত এবং ২ জন আহত হন। শুক্রবার সকালে দমদমা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিকাআপের হেল্পার নগর মীরগঞ্জ এলাকার ইউসুফের পুত্র আরিফ (২০), পীরগাছার সাতদরগা এলাকার মোতাবেক হোসের স্ত্রী শাহিনা (২৮) ও শাহিনার ১ বছরের ছেলে ওয়ালিদ স্বাধীন।

পুলিশ জানায়, ভোর ৪টার দিকে তাজহাট থানাধীন দমদমা ব্রিজের উত্তরে মহাসড়কের ওপর একটি মালবাহী পিকআপ মাহিগঞ্জ যাওয়ার উদ্দেশ্য ঢাকা-রংপুর অভিমুখে এসে ইউটার্ন নেয়ার সময় রংপুর-ঢাকা অভিমুখে চলমান বালুর ট্রাক ধাক্কা দেয়। এসময় পিকআপের হেলপার পিকআপে থাকা এক নারী ও শিশু নিহত হন। এরপর পরপরই ট্রাকের হেলপার ও ড্রাইভার পালিয়ে যায়।

রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি শাহজাহান আলী জানান, রংপুরে ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত এবং দুজন আহত হয়েছেন। পিকআপের ড্রাইভারকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকের ড্রাইভার ও হেল্পার পলাতক। আইন অনু্যায়ী সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকরত দুর্ঘটনায় কবলিত গাড়ি দুটি শব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।

সুনামগঞ্জ: সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে মা, মেয়েসহ ৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামের পুরান বাড়ির সামনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়ার বাসিন্দা আবাদিত কেশবা প্রিয়া (৪০) ও তার মেয়ে সুনামগঞ্জের সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী প্রথমা চৌধুরী ও সিএনজি চালক সজল ঘোষ (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি সিলেটের উদ্দেশ্য যাচ্ছিলো। এসময় শান্তিগঞ্জ উপজেলার সুনামগঞ্জ -সিলেট আঞ্চলিক মহাসড়কের পাগলা বাজারের বাঘেরকোনা এলাকায় সিলেট থেকে আসা একটি ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই সিএনজিতে থাকা এক নারী ও সিএনজি চালকের মৃত্যু ঘটে। আহত অবস্থায় প্রথমা চৌধুরীকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শান্তিগঞ্জ থানার ওসি আব্দুল আহাদ জানান, ট্রাক-সিএনজি সংঘর্ষে মা মেয়েসহ ৩ জনের মৃত্যু হয়েছে। ট্রাক চালককে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ফায়ারসার্ভিসের টিম কাজকরছে। নিহতদের মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তেরর জন্য পাঠানো হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত