আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেল বাংলাদেশির পা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেল বাংলাদেশির পা

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণের ঘটনায় এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন।

গুরুতর ওই ব্যক্তির নাম মোহাম্মদ হানিফ (২২)। তিনি হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকার ফজল করিমের ছেলে। পেশায় তিনি একজন জেলে। স্থলমাইন বিস্ফোরণে তার ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

বিজ্ঞাপন

সোমবার সকাল ১০টার দিকে নাফ নদীর শাহজাহানের দ্বীপ ও হাঁসের দ্বীপের মাঝামাঝি এলাকায় সীমান্তের বাংলাদেশ অংশে এ ঘটনা ঘটে।

আহতের পরিবার ও স্থানীয় সূত্রমতে, সকালে জাল ও নৌকা নিয়ে শাহজাহানের দ্বীপ এলাকায় মাছ ধরতে গেলে হঠাৎ একটি স্থলমাইন বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই মোহাম্মদ হানিফ গুরুতর আহত হন। বিস্ফোরণে তার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়।

আহত হানিফের বাবা ফজল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমার ছেলে মাছ ধরতে গেলে আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরিত হয়। এতে তার ডান পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। তার অন্য পা-ও গুরুতর আঘাত পেয়েছে।

সূত্র বলছে, স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহত হানিফকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।

এদিকে আহত হানিফকে উদ্ধার করে এলাকায় নিয়ে এলে স্থানীয় উত্তেজিত জনতা কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে রাখেন। পরে আধা ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

তবে এ ঘটনায় সীমান্তে দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কোনো দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন