মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ডাকাতি শেষে পালাতে গিয়ে অস্ত্রসহ চার ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় মোটরসাইকেলসহ একটি মাইক্রোবাস জব্দ করা হয়। রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কাদিপুর ইউনিয়নের হোসেনপুর এলাকার বাগানবাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন— জুবের আহমদ জুবলা (২৮), মো. দেলোয়ার হোসেন (২৭), মো. নাজিম মিয়া (২৬) ও জাকির হোসেন (৩০)। তারা কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, রাত ২টার দিকে স্থানীয় বাসিন্দা লাল মিয়া (৪২) মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে পাঁচজন ডাকাত তার গতি রোধ করে তাকে আটকে ফেলে। দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে ডাকাতেরা লাল মিয়ার কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি মানিব্যাগ ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়। পরে তারা একটি মাইক্রোবাসে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
খবর পেয়ে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন ও কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যার নেতৃত্বে পুলিশ তাৎক্ষণিক চুনঘর এলাকায় অভিযান চালিয়ে রোববার রাত ৩টার দিকে ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। অভিযানের সময় ডাকাতদের হামলায় অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেনের হাতের আঙুল কেটে যায়।
কুলাউড়া থানার ওসি মনিরুজ্জামান মোল্যা আমার দেশকে বলেন, গ্রেপ্তারকৃতরা চিহ্নিত ডাকাত। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। পালিয়ে যাওয়ার সময় তাদের কৌশলে আটক করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

