আদালতে মামলা
উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)
চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগ এমপির বাসভবনে এক ব্যবসায়ী কাছ থেকে জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া ও টাকা আত্মসাত এবং দুই দফা মারধরের ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন। সাবেক সংসদ সদস্য দিদারুল আলম, শিল্পপতি সেকান্দর হোসেন টিংকু ও সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসানসহ কয়েকজনের উপস্থিতিতে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া স্ট্যাম্প উদ্ধার ও আত্মসাতকৃত টাকা ফেরত এবং হামলার ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ মিয়া চট্টগ্রাম আদালতে এ মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, শিল্পপতি সেকান্দর হোসেন টিংকুর সাথে ব্যবসায়ী মোহাম্মদ মিয়ার দীর্ঘদিনের ব্যবসায়ীক বিরোধ ছিল। এই বিরোধের জেরে ২০১৭ সালের ৭ ডিসেম্বর মোহাম্মদ মিয়াকে টিংকুর মালিকানাধীন কেআর স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডের অফিসে ডেকে নিয়ে মারধর করা হয়। এরপর তার বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা মামলা দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়, যার কারণে তাকে দীর্ঘদিন কারাভোগ করতে হয়েছে।
জেল থেকে জামিনে মুক্তি পাওয়ার পর মোহাম্মদ মিয়াকে সাবেক সংসদ সদস্য দিদারুল আলমের বাড়িতে ডেকে নেওয়া হয়। সেখানে এমপি দিদারুল আলম, সীতাকুণ্ড থানার তৎকালীন ওসি ইফতেখার হাসান এবং শিল্পপতি টিংকুর উপস্থিতিতে তাকে ৩শ টাকার দুটি স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর দিতে বাধ্য করা হয়। ভুক্তভোগী অভিযোগ, পরবর্তীতে তিনি তার ব্যবসায়ীক পাওনা ৪ কোটি ৮০ লাখ টাকা এবং জোরপূর্বক নেওয়া স্ট্যাম্প দুটি ফেরত চাইলে টিংকু তাকে আবারও জেলে পাঠানোর হুমকি দেন।
সর্বশেষ, গত ২৩ আগস্ট টিংকুর নির্দেশে সন্ত্রাসীরা ফৌজদারহাট সমুদ্র উপকূলে ব্যবসায়ী ও বিএনপি নেতা মোহাম্মদ মিয়ার ওপর আবারও হামলা চালায়। এই দুই দফায় হামলা ও জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া এবং ৪ কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের বিচার চেয়ে মোহাম্মদ মিয়া চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি তদন্তের জন্য সীতাকুণ্ড থানাকে নির্দেশ দিয়েছেন।
সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) আলমগীর বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী তিনি মামলাটি তদন্ত শুরু করেছেন। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগ এমপির বাসভবনে এক ব্যবসায়ী কাছ থেকে জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া ও টাকা আত্মসাত এবং দুই দফা মারধরের ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন। সাবেক সংসদ সদস্য দিদারুল আলম, শিল্পপতি সেকান্দর হোসেন টিংকু ও সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসানসহ কয়েকজনের উপস্থিতিতে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া স্ট্যাম্প উদ্ধার ও আত্মসাতকৃত টাকা ফেরত এবং হামলার ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ মিয়া চট্টগ্রাম আদালতে এ মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, শিল্পপতি সেকান্দর হোসেন টিংকুর সাথে ব্যবসায়ী মোহাম্মদ মিয়ার দীর্ঘদিনের ব্যবসায়ীক বিরোধ ছিল। এই বিরোধের জেরে ২০১৭ সালের ৭ ডিসেম্বর মোহাম্মদ মিয়াকে টিংকুর মালিকানাধীন কেআর স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডের অফিসে ডেকে নিয়ে মারধর করা হয়। এরপর তার বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা মামলা দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়, যার কারণে তাকে দীর্ঘদিন কারাভোগ করতে হয়েছে।
জেল থেকে জামিনে মুক্তি পাওয়ার পর মোহাম্মদ মিয়াকে সাবেক সংসদ সদস্য দিদারুল আলমের বাড়িতে ডেকে নেওয়া হয়। সেখানে এমপি দিদারুল আলম, সীতাকুণ্ড থানার তৎকালীন ওসি ইফতেখার হাসান এবং শিল্পপতি টিংকুর উপস্থিতিতে তাকে ৩শ টাকার দুটি স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর দিতে বাধ্য করা হয়। ভুক্তভোগী অভিযোগ, পরবর্তীতে তিনি তার ব্যবসায়ীক পাওনা ৪ কোটি ৮০ লাখ টাকা এবং জোরপূর্বক নেওয়া স্ট্যাম্প দুটি ফেরত চাইলে টিংকু তাকে আবারও জেলে পাঠানোর হুমকি দেন।
সর্বশেষ, গত ২৩ আগস্ট টিংকুর নির্দেশে সন্ত্রাসীরা ফৌজদারহাট সমুদ্র উপকূলে ব্যবসায়ী ও বিএনপি নেতা মোহাম্মদ মিয়ার ওপর আবারও হামলা চালায়। এই দুই দফায় হামলা ও জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া এবং ৪ কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের বিচার চেয়ে মোহাম্মদ মিয়া চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি তদন্তের জন্য সীতাকুণ্ড থানাকে নির্দেশ দিয়েছেন।
সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) আলমগীর বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী তিনি মামলাটি তদন্ত শুরু করেছেন। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
বগুড়ার শেরপুরের পল্লীতে মুক্তা খাতুনের (১৯) নামের এক গৃহবধুর লাশ রেখে স্বামীসহ পরিবারের সবাই বাড়ি থেকে উধাও হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ৮টায় উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামে এই ঘটনা ঘটে। মুক্তা লাঙ্গল মোড়া গ্রামের বুলু মিয়ার মেয়ে ও ইয়াসিন আলীর স্ত্রী।
৪ মিনিট আগেরাজধানীর যাত্রাবাড়ীতে ৬ হাজার ইয়াবা বড়িসহ তিন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রির কথা পুলিশের কাছে স্বীকার করেছেন তারা।
৭ মিনিট আগেটঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে থাকাবস্থায় হারুন অর রশিদকে গত ১৮ অক্টোবর (শনিবার) গভর্নিং বডির মাসিক সভা ডাকার নির্দেশ দেওয়া হলে তিনি রহস্যজনক কারণে সভা ডাকেননি। এছাড়াও ১৯ অক্টোবর (রোববার) ফের স্কুলে মিটিং ডাকার জন্য বলা হলে মিটিং ডাকবেন বলে জানান
১৫ মিনিট আগেইলিশ মাছ বিতরণের রেশ কাটতে না কাটতেই এবার গরুর মাংস বিতরণের ঘোষণা দিয়েছেন ফরিদপুর- ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মাওলানা রায়হান জামিল। আগামী ৩০ অক্টোবর ১ টাকা কেজিতে ভাঙ্গা উপজেলার ১০০ অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে তিনি মাংস বিতরণের এ ঘোষণা দিয়েছেন।
২৮ মিনিট আগে