অসদাচারণের দায়ে টঙ্গীতে কলেজ অধ্যক্ষকে শোকজ

স্টাফ রিপোর্টার, টঙ্গী
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১৩: ৩০
আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ১৩: ৪৪

গাজীপুরের টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর রশিদকে প্রতিষ্ঠানের স্বার্থবিরোধী কাজে লিপ্ত ও অসদাচারণের দায়ে শোকজ করা হয়েছে। অতিরিক্ত সচিব (পিআরএল) এবং টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের গভর্নিং বডির সভাপতি ড. শাহনওয়াজ দিলরুবা খান সোমবার এ কারণ ব্যাখ্যাকরণ নোটিশ জারি করেন।

বিজ্ঞাপন

নোটিশ সূত্রে জানা গেছে, টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে থাকাবস্থায় হারুন অর রশিদকে গত ১৮ অক্টোবর (শনিবার) গভর্নিং বডির মাসিক সভা ডাকার নির্দেশ দেওয়া হলে তিনি রহস্যজনক কারণে সভা ডাকেননি। এছাড়াও ১৯ অক্টোবর (রোববার) ফের স্কুলে মিটিং ডাকার জন্য বলা হলে মিটিং ডাকবেন বলে জানান। কিন্তু ওইদিনও তিনি মিটিং ডাকেননি, এমনকি কি কারণে মিটিং ডাকেননি তাও তিনি গভর্নিং বডির সভাপতিকে অবহিত করেননি।

এছাড়াও তার বিরুদ্ধে প্রতিষ্ঠানের স্বার্থ বিরোধী কাজে লিপ্ত থেকে প্রতিষ্ঠানের মান ক্ষুন্ন করা এবং প্রতিষ্ঠানের ন্যায়ানুগ কাজে গভর্নিং বডিকে অসহযোগিতার অভিযোগ রয়েছে। যা অসদাচারণের শামিল।

এসব অভিযোগের লিখিত জবাব তিন কার্যদিবসের মধ্যে প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতির কাছে পাঠানোর জন্য বলা হয়েছে।

এ ব্যাপারে টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর রশিদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। এছাড়াও হোয়াটঅ্যাপে ক্ষুদেবার্তা পাঠালেও তিনি কোনো সদুত্তর দেননি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত